Ajker Patrika

মোহাম্মদপুরে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল যুবকের

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ধারালো অস্ত্র দিয়ে ফজলে রাব্বি সুমন নামের এক যুবকের ওপর হামলা করা হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। পুলিশ বলছে, হামলাকারী সুমনের পূর্বপরিচিত ছিল। তাঁদের দুজনের নামেই মামলা রয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে সুমনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

নিহত সুমন (২৫) মোহাম্মদপুরের পাবনা হাউস গলিতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন। তাঁর বাড়ি ভোলা সদর উপজেলার পখিয় গ্রামে। বাবার নাম বশির উদ্দিন।

সুমনের স্ত্রী মঞ্জুমা আক্তার জানান, আজ দুপুর ১২টার দিকে বন্ধুদের সঙ্গে মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েছিলেন সুমন। সেখানে মুন্না নামের একজন সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সুমনের বন্ধুরা তাঁকে উদ্ধার করে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

হামলাকারী সুমনের মোবাইল ফোন নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক বলেন, মোহাম্মদপুর থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে তাঁর বন্ধুরা হাসপাতালে নিয়ে আসেন। এর কয়েক ঘণ্টা পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সুমনের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম বলেন, ‘জানতে পেরেছি, মুন্না নামের এক যুবক সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মুন্না ও সুমন পূর্বপরিচিত। তারা মোহাম্মদপুরে একই সঙ্গে চলাফেরা করত। দুজনের নামেই মামলা রয়েছে। আরও বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত