Ajker Patrika

‘মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিত করতেও মনোযোগী হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৬: ২১
রাজশাহীতে কর্মশালায় বক্তারা। ছবি: সংগৃহীত
রাজশাহীতে কর্মশালায় বক্তারা। ছবি: সংগৃহীত

‘যখন কোনো উদ্যোক্তা নতুন কিছু উদ্ভাবন করেন, তখন এর পেছনে থাকে তাঁর মেধাসম্পদ। কিন্তু অনেকেই নতুন কিছু উদ্ভাবনের পরও এর আইনগত স্বত্ব প্রতিষ্ঠা করেন না। তাতে মেধাসম্পদ একরকম অরক্ষিতই থেকে যায়। তাই উদ্যোক্তাদের অবশ্যই পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস থেকে ওই উদ্ভাবনের স্বত্ব নেওয়া দরকার। মেধাসম্পদের সুরক্ষা নিশ্চিত করতেও তাঁদের মনোযোগী হতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজশাহীতে ‘মেধাসম্পদ ব্যবস্থাপনা: ব্যবসা ও উদ্ভাবিত পণ্য সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) নগরের একটি চায়নিজ রেস্তোরাঁয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে মেধাসম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্রশিল্পের উদ্যোক্তা এবং উদ্ভাবকেরা যাতে তাঁদের উদ্ভাবনী কার্যক্রম রেজিস্ট্রারভুক্ত ও এর অধিকার সংরক্ষণ করতে পারেন, সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উদ্ভাবনের স্বত্ব গ্রহণ শুধু এই ব্যবসায় খাতের উন্নয়নের জন্যই নয়, বরং গোটা অর্থনীতির স্বার্থেই জরুরি।’

ইতিমধ্যে রাজশাহী সিল্ক, মিষ্টি পান, ফজলি আমসহ মোট ৪৩টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে বলে কর্মশালায় জানানো হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিপিডিটির মহাপরিচালক মো. মুনিম হাসান। স্বাগত বক্তব্য দেন পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সায়েন্স ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, বিসিকের জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত