জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামের মোছা. জোৎসনা বেগম এবং একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের বাসিন্দা এবং জোৎসনা বেগমের প্রেমিক শাহীন মিয়া বাবু।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলামের সঙ্গে জোৎসনা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জামিরুল ইসলাম তাঁর শ্বশুর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এভাবে প্রায় এক যুগ কেটে যায়।
এরই মধ্যে জামিরুল ইসলামের স্ত্রী জোৎসনা বেগম একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর দুপুরে আসামিরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ওইদিন বিকেলে জামিরুল ইসলামের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে জেলার ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম মামুনুর রহমান সরদার এবং আবুল হাসান দেওয়ান।
জয়পুরহাটের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ, প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন–জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামের মোছা. জোৎসনা বেগম এবং একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের বাসিন্দা এবং জোৎসনা বেগমের প্রেমিক শাহীন মিয়া বাবু।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
মামলা ও আদালতের নথি সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের জামিরুল ইসলামের সঙ্গে জোৎসনা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জামিরুল ইসলাম তাঁর শ্বশুর বাড়ি জেলার ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর–দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এভাবে প্রায় এক যুগ কেটে যায়।
এরই মধ্যে জামিরুল ইসলামের স্ত্রী জোৎসনা বেগম একই উপজেলার দাশড়া খানপাড়া গ্রামের শাহিন মিয়া বাবুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর দুপুরে আসামিরা জামিরুলকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় ওইদিন বিকেলে জামিরুল ইসলামের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে জেলার ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
এ মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গকুল চন্দ্র মণ্ডল এপিপি, শামীমুল ইসলাম শামীম এপিপি এবং খাজা শামসুল ইসলাম বুলবুল এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন একেএম মামুনুর রহমান সরদার এবং আবুল হাসান দেওয়ান।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১২ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১৬ মিনিট আগে