নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা। আজ রোববার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছি সড়কের কুশারমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আওয়ামী লীগ নেতার নাম জহুরুল ইসলাম স্বাধীন (৫০)। তিনি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। জহুরুল ইসলাম উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম তৌফিক মান্নান পলাশ (৪০)। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করছেন। পলাশ চাংলা গ্ৰামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সকালেই বদলগাছী থেকে নওগাঁ সদরে মোটরসাইকেলে এসে সেই সম্মেলনে যোগ দেন তাঁরা। সম্মেলন শেষে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পরে চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হন পলাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সকালে তাঁরা নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকার নিচে পড়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারা গেছেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জহুরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের বড় শূন্যতা তৈরি হয়ে গেল।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আওয়ামী লীগ নেতা। আজ রোববার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার নওগাঁ-বদলগাছি সড়কের কুশারমুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আওয়ামী লীগ নেতার নাম জহুরুল ইসলাম স্বাধীন (৫০)। তিনি বদলগাছি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব ছিলেন। জহুরুল ইসলাম উপজেলার বালুভরা ইউনিয়নের চাংলা গ্রামের মৃত কাসেম উদ্দিনের ছেলে।
এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম তৌফিক মান্নান পলাশ (৪০)। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করছেন। পলাশ চাংলা গ্ৰামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সকালেই বদলগাছী থেকে নওগাঁ সদরে মোটরসাইকেলে এসে সেই সম্মেলনে যোগ দেন তাঁরা। সম্মেলন শেষে সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পরে চাকায় নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান জহুরুল ইসলাম। এ ঘটনায় গুরুতর আহত হন পলাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সকালে তাঁরা নওগাঁ স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের চাকার নিচে পড়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মারা গেছেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আহত হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জহুরুল ইসলামের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের বড় শূন্যতা তৈরি হয়ে গেল।’
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে বজ্রপাতে আব্দুল করিম (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার বাউরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর সফিরহাট এলাকায়।
৩৩ মিনিট আগেটানা তৃতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা। চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে চার দফা দাবিতে আজ সমাবেশ চলছে। এ সমাবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল ১০টা থেকে কাকরাইল মসজিদের
৪০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় সীমান্তে সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
১ ঘণ্টা আগে