Ajker Patrika

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, পলিটেকনিকের ২ শিক্ষার্থী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৮: ৪২
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, পলিটেকনিকের ২ শিক্ষার্থী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অপর এক মোটরসাইকেলের আরেকজন আরোহী। 

আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাছের ছেলে তানভীর হোসেন (২১)। আহত আরেক শিক্ষার্থী আসাফুদ্দৌলা সানি (২২)। তাঁরা সবাই বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের  পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। 

এ বিষয়ে শাজাহানপুর থানার পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলে দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় শেরপুরগামী একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে আসছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাক আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত