রাবি প্রতিনিধি
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
গায়েবানা জানাজাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় প্রমুখ। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নিরাপত্তা না পেয়ে বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘দলমতের বাইরে আমাদের কাছে জাহিদুল ভাইয়ের সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের সহযোদ্ধা। তাঁর এই হত্যাকাণ্ড আমাদের জুলাই আন্দোলনে সক্রিয় ব্যক্তিরা এই দেশে কতটা নিরাপত্তাহীনতায় আছে সেই বার্তা দেয়। দ্বিতীয় স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো প্রতিদিন আমাদের রাজপথে নামতে হচ্ছে। কোনো দাবিরই আমরা যৌক্তিক সমাধান পাচ্ছি না।’
জাহিদুলের হত্যাকাণ্ডের পেছনে বিচারিক ব্যবস্থার নড়বড়ে অবস্থাকে দায়ী করে আকিল বিন তালেব বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিপ্লবের পরে এত সংস্কার দিয়ে কী হবে? যদি আমার বাড়িতেই আমি নিরাপদ না থাকতে পারি। জাহিদুলের পরিবারকে এই বাংলাদেশ কি বুঝ দেবে? ৫ আগস্ট-পরবর্তী সময়ে দিনদুপুরে এই হত্যাকাণ্ডের কারণ হচ্ছে বর্তমান সরকারের বিচারিক ব্যবস্থার নড়বড়ে অবস্থা।’
ইয়াসিন আরাফাত বলেন, ‘দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টরা হত্যাকাণ্ড-খুনের মাধ্যমে এখনো ষড়যন্ত্র জারি রেখেছে। আর যদি আওয়ামী ফ্যাসিস্ট এই দেশের রাজনীতিতে প্রবেশ করে, তাহলে আজ এখানে যতজন জানাজায় দাঁড়িয়েছি, কাল সবার জানাজা অনুষ্ঠিত হবে। এই বার্তাটা আমাদের সকলের মাঝে পৌঁছে দেওয়া উচিত।’
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
গায়েবানা জানাজাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।
এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফজলে রাব্বি, মো. ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় প্রমুখ। গায়েবানা জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নিরাপত্তা না পেয়ে বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আম্মার। তিনি বলেন, ‘দলমতের বাইরে আমাদের কাছে জাহিদুল ভাইয়ের সবচেয়ে বড় পরিচয় তিনি আমাদের সহযোদ্ধা। তাঁর এই হত্যাকাণ্ড আমাদের জুলাই আন্দোলনে সক্রিয় ব্যক্তিরা এই দেশে কতটা নিরাপত্তাহীনতায় আছে সেই বার্তা দেয়। দ্বিতীয় স্বাধীনতার পর সবচেয়ে বড় সংস্কার দরকার ছিল এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো প্রতিদিন আমাদের রাজপথে নামতে হচ্ছে। কোনো দাবিরই আমরা যৌক্তিক সমাধান পাচ্ছি না।’
জাহিদুলের হত্যাকাণ্ডের পেছনে বিচারিক ব্যবস্থার নড়বড়ে অবস্থাকে দায়ী করে আকিল বিন তালেব বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে এই হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিপ্লবের পরে এত সংস্কার দিয়ে কী হবে? যদি আমার বাড়িতেই আমি নিরাপদ না থাকতে পারি। জাহিদুলের পরিবারকে এই বাংলাদেশ কি বুঝ দেবে? ৫ আগস্ট-পরবর্তী সময়ে দিনদুপুরে এই হত্যাকাণ্ডের কারণ হচ্ছে বর্তমান সরকারের বিচারিক ব্যবস্থার নড়বড়ে অবস্থা।’
ইয়াসিন আরাফাত বলেন, ‘দেশব্যাপী আওয়ামী ফ্যাসিস্টরা হত্যাকাণ্ড-খুনের মাধ্যমে এখনো ষড়যন্ত্র জারি রেখেছে। আর যদি আওয়ামী ফ্যাসিস্ট এই দেশের রাজনীতিতে প্রবেশ করে, তাহলে আজ এখানে যতজন জানাজায় দাঁড়িয়েছি, কাল সবার জানাজা অনুষ্ঠিত হবে। এই বার্তাটা আমাদের সকলের মাঝে পৌঁছে দেওয়া উচিত।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১ ঘণ্টা আগেসাধারণ ছুটি ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো তুসুকা জিনস লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিমিডেট, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিমিটেড ও তুসুকা প্যাকেজিং লিমিটেড। নোটিশে বলা হয়, উল্লেখিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কারখানার...
২ ঘণ্টা আগে