Ajker Patrika

নওগাঁয় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ 

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ 

নওগাঁর শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদলের সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর আজ বুধবার অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ঝলক হোসেনকে গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

এর আগে মঙ্গলবার (২২ নভেম্বর) গভীর রাতে জেলা ছাত্রলীগের সাবেক কর্মী মোশাররফ হোসেন (শান্ত) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আন্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনের সড়কে ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগের একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মামলায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক ও মামুন বিন ইসলামসহ (দোহা) ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বিশ্বকাপ খেলা দেখা শেষে আস্তান মোল্লা কলেজের সামনে দিয়ে শান্তিপূর্ণ একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় তাঁদেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে ছাত্রলীগের দুজন কর্মী আহত হন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের চক্র ত্রাস সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের কর্মীদের লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটায়। তারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে।’

অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ছাত্রলীগের নেতা–কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারেন, সে উদ্দেশ্যে এসব ঘটাচ্ছে তারা। এর আগেও জেলার রাণীনগর, আত্রাই, পত্নীতলা, সাপাহার ও মহাদেবপুর উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগ।’

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের কেডির মোড় এলাকায় আস্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনের সড়ক দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে শহরের শরিষাহাটির মোড়ে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁদের লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। এ ঘটনার পর রাতে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশাররফ হোসেন বাদী হয়ে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

জেনারেল ওসমানীকে কেন এবার স্বাধীনতা পদক দেওয়া হলো না, ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত