Ajker Patrika

নওগাঁয় মোটরসাইকেলকে গাছের গুঁড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কা, নিহত ১ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৭ মে ২০২৪, ১২: ৪৩
নওগাঁয় মোটরসাইকেলকে গাছের গুঁড়ি বোঝাই ট্রাক্টরের ধাক্কা, নিহত ১ 

নওগাঁর নিয়ামতপুরে গাছের গুঁড়িবোঝাই ট্রাক্টরর ধাক্কায় আব্দুস সাত্তার (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক নজরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আব্দুস সাত্তার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল পূর্বপাড়া গ্রামের মৃত শকাতুল্লা মন্ডলের ছেলে। আহত নজরুল ইসলাম একই ইউনিয়নের পালসা গ্রামের মৃত তাহার আলীর ছেলে। আব্দুস সাত্তার ও নজরুল ইসলাম সম্পর্কে একে অপরের বিয়াই হন। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জরুরি কাজে খড়িবাড়ী বাজারে যান আব্দুস সাত্তার ও নজরুল ইসলাম। কাজ শেষ করে সন্ধ্যার পর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে লতিফপুর নামক স্থানে গাছের গুঁড়িবোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। আব্দুল লতিফ মোটরসাইকেলের পেছনে থাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নজরুল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। 
 
ওসি মাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় গাছের গুঁড়িবোঝাই ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালককে (অজ্ঞাতপরিচয়) আসামি করে একটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত