Ajker Patrika

নওগাঁয় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০: ১৫
নওগাঁয় বজ্রপাতে তিনজনের মৃত্যু

নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে পোরশা ও মহাদেবপুর উপজেলায় এই মৃত্যুর ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭), একই গ্রামের সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫) এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের রফিকুল ইসলাম (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকাল থেকেই শ্রীমতি পাহান ও সবানী পাহান বাড়ির পাশেই ধানের মাঠে কাজ করছিলেন। বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতেই ভিজেই মাঠে কাজ করছিলেন তাঁরা। 
হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্বজন ও স্থানীয়রা লাশ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নিয়ে আসেন। 

এদিকে পোরশায় উপজেলায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন চকবিষ্ণপুর গ্রামের রফিকুল ইসলাম। বেলা ৩টার দিকে উপজেলার পুনর্ভবা নদীর তীরবর্তী পশ্চিম ডোবা এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুপুর ১২টার দিকে রফিকুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজন পুনর্ভবা নদীতে খেয়া জাল দিয়ে মাছ ধরতে যান। দুপুরের পর বৃষ্টি শুরু হয়। হঠাৎ সেখানে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসেন। 

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত