Ajker Patrika

এক মাসে রাজশাহী বিএসটিআইয়ের ২৯ মামলা দায়ের

প্রতিনিধি
এক মাসে রাজশাহী বিএসটিআইয়ের ২৯ মামলা দায়ের

রাজশাহী: রাজশাহী বিভাগে রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক মাসে ২৯টি মামলা দায়ের করেছে। গত এক মাসে রাজশাহী বিভাগজুড়ে অভিযান চালিয়ে মামলাগুলো দায়ের করা হয়। এ সময় তিন লাখ ৭৮ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আজ বুধবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৯টি মামলার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের হয়েছে ১৮ টি। বাকি ১১টি মামলা করা হয়েছে নিয়মিত আদালতে। ভ্রাম্যমাণ আদালতের মামলাগুলোতে জরিমানা আদায় করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর আওতায় ১১টি মামলায় এক লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়েছে। এসব জেলায় ছয়টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় মান সনদ না থাকা ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ১০টি অভিযান চালানো হয়। এতে সাতটি মামলায় ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব জেলায় ১৪টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে সাতটি নিয়মিত মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত