Ajker Patrika

অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নওগাঁ থেকে আনা হলো ঢাকায়

নওগাঁ প্রতিনিধি
অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নওগাঁ থেকে আনা হলো ঢাকায়

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। আজ রোববার বেলা ১১টার দিকে নওগাঁ থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিআরও কামাল হোসেন আজকের পত্রিকাকে জানান, নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ও আগামীকাল ৬ মার্চ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে গত ১ মার্চ নওগাঁ আসেন সাধন মজুমদার। গত শুক্রবার বিকেলে পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। পরে সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষার পর দেখা যায় তাঁর পিত্তথলিতে সামান্য প্রদাহ রয়েছে। এরপর নওগাঁর সিভিল সার্জন ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক সানোয়ার হোসেনের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত দুই দিনে তাঁর প্রদাহের মাত্রা বেড়ে যায়। তাই ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আজ বেলা ১১টার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। তিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত