Ajker Patrika

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন এনসিপির নেতা-কর্মীরা

বগুড়া প্রতিনিধি
আ. লীগ নেতাকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেন নেতা কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
আ. লীগ নেতাকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেন নেতা কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বগুড়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বগুড়া হোমিও কলেজের অধ্যক্ষ ডা. এস এম মিল্লাতকে (৫০) আটক করে পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সোপর্দ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।

গতকাল সোমবার রাত ৮টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে জলেশ্বরীতলা হয়ে হেঁটে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যান এনসিপির নেতা-কর্মীরা।

বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডা. মিল্লাতকে এনসিপির নেতা-কর্মীরা ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।’

ওসি আরও বলেন, ‘মিল্লাত জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি এবং বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. আব্দুল্লাহ আল সানী বলেন, ‘মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের ওপর নিপীড়ন চালিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত