Ajker Patrika

ঈশ্বরদী উপজেলা আ.লীগের নেতা ঢাকায় গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১: ০৪
আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত
আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈশ্বরদীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু বর্তমানে ঢাকায় গ্রেপ্তার অবস্থায় তেজগাঁও থানা-পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ঈশ্বরদীতে মামলা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে তাঁকে নিয়ে যাওয়ার জন্য। তারা এলে মিন্টুকে ঈশ্বরদী পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, আজ দুপুরের দিকে তিনি ঢাকার ফার্মগেট এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করে রাখে। খবর পেয়ে বেলা ৩টার দিকে তাঁকে উদ্ধার করে তেজগাঁও থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম মিন্টুর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আসামিকে ঈশ্বরদীতে নিয়ে যাবে।

সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর জামাতা আবুল কালাম আজাদ মিন্টু ৫ আগস্টের পর রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আত্মগোপন করেন। আজ দুপুরে ফার্মগেটে লেগুনা স্ট্যান্ডের কাছে স্থানীয়রা তাঁকে আনন্দ সিনেমা হলের ভেতরে আটকে রেখে মারধর করে। বিষয়টি জানতে পেরে তেজগাঁও থানা–পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। আবুল কালাম মিন্টু এজাহার নামীয় না হলেও মামলার তদন্তে তার নাম এসেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত