Ajker Patrika

মায়ের চিকিৎসার জন্য স্বর্ণ বিক্রির টাকা নিয়ে ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাই

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে মায়ের চিকিৎসার জন্য স্বর্ণ বিক্রি করে বাড়ি ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন দুবাইফেরত এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার উপজেলার নান্দিনামধু আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, তাঁর মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। চিকিৎসার খরচ জোগাতে তিনি সিরাজগঞ্জ শহরে গিয়ে ১৩ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকার স্বর্ণ বিক্রি করেন। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা খরচ করে বাকি ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন।

পথে হেলমেট পরা দুই দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে ছুরি দেখিয়ে নগদ টাকা, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি জানার পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। ভুক্তভোগী গতকাল ইফতারের পর থানায় এসে অভিযোগ দিয়েছেন। দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত