বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
আধুনিকতা ও ডিজিটালের ছোঁয়ায় অনেক কিছুর পরিবর্তন ঘটলেও গ্রামীণ হাটবাজারে বসে চুল-দাঁড়ি কাটা নাপিতের কদর একটুও কমেনি। আজও নাপিতরা ধরে রেখেছেন বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। এ ছাড়া কম পয়সায় চুল-দাঁড়ি কাটার এমন সুযোগ পেয়ে গ্রামের স্বল্প আয়ের লোকজনও ছুটে যান ওই সব নাপিতের কাছে।
জানা যায়, চুল দাঁড়ি কাটার পসরা সাজিয়ে বসেছেন বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের জোলাপাড়া হাটে। এ হাটে নাপিত বাঁধন চন্দ্র শীল, নিতাই শীল ও আবুল কাসেমসহ অনেকে চুল দাঁড়ি কাটেন। প্রত্যেক রোববার সেখানে হাট বসে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন হাটবারে ছুটে এসেছেন চুল দাঁড়ি কাটাতে। মফিজ উদ্দিন শেখ তাঁদেরই একজন। তাঁর বয়স আশি ছুঁই ছুঁই। হাটে এসেছিলেন হাঁস বিক্রি করতে। এক জোড়া দেশি হাঁস ৭০০ টাকায় বিক্রি করে নিত্যপণ্যের বাজার সেরেছেন। এবার বাড়ি ফেরার আগে চুল দাঁড়ি কাটাতে গেছেন নিতাই শীলের কাছে। বসেছেন একটি পিঁড়িতে। নিতাই শীল তাঁর চুলগুলো কেটে চাপ দাঁড়িগুলো সাইজ করে দিচ্ছেন। এ কাজের জন্য নিতাই শীল পাবেন ৩০ টাকা। সস্তায় চুল দাঁড়ি কাটাতে পেরে মফিজ উদ্দিন শেখ দারুন খুশি।
তাঁর পাশেই আরেক বাক্প্রতিবন্ধী নাপিত আবুল কাসেম দ্রুত কাজ করে চলেছেন। প্রতিবন্ধী হলেও চুল দাঁড়ি কাটায় তাঁর কাজের গতি বেশ। পিঁড়ি এগিয়ে দিয়ে তার কাছে আসা খদ্দরদের ইশারায় সেখানে বসতে বলছেন।
নাপিত নিতাই শীল বলেন, এটা আমাদের তিন পুরুষের পেশা। এ হাটেই এক সময় দুই টাকায় চুল ও এক টাকায় দাঁড়ি কেটেছেন।
খদ্দর মফিজ উদ্দিন শেখ বলেন, এভাবেই চুল দাঁড়ি কেটে বয়স আশি পার হল। আমার এক নাতি ঢাকায় লেখাপড়া করেন। শুনেছি তাঁর একবার চুল দাঁড়ি কাটতে খরচ হয় ৩০০ টাকা।
আধুনিকতা ও ডিজিটালের ছোঁয়ায় অনেক কিছুর পরিবর্তন ঘটলেও গ্রামীণ হাটবাজারে বসে চুল-দাঁড়ি কাটা নাপিতের কদর একটুও কমেনি। আজও নাপিতরা ধরে রেখেছেন বাপ-দাদার ঐতিহ্যবাহী পেশা। এ ছাড়া কম পয়সায় চুল-দাঁড়ি কাটার এমন সুযোগ পেয়ে গ্রামের স্বল্প আয়ের লোকজনও ছুটে যান ওই সব নাপিতের কাছে।
জানা যায়, চুল দাঁড়ি কাটার পসরা সাজিয়ে বসেছেন বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের জোলাপাড়া হাটে। এ হাটে নাপিত বাঁধন চন্দ্র শীল, নিতাই শীল ও আবুল কাসেমসহ অনেকে চুল দাঁড়ি কাটেন। প্রত্যেক রোববার সেখানে হাট বসে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন হাটবারে ছুটে এসেছেন চুল দাঁড়ি কাটাতে। মফিজ উদ্দিন শেখ তাঁদেরই একজন। তাঁর বয়স আশি ছুঁই ছুঁই। হাটে এসেছিলেন হাঁস বিক্রি করতে। এক জোড়া দেশি হাঁস ৭০০ টাকায় বিক্রি করে নিত্যপণ্যের বাজার সেরেছেন। এবার বাড়ি ফেরার আগে চুল দাঁড়ি কাটাতে গেছেন নিতাই শীলের কাছে। বসেছেন একটি পিঁড়িতে। নিতাই শীল তাঁর চুলগুলো কেটে চাপ দাঁড়িগুলো সাইজ করে দিচ্ছেন। এ কাজের জন্য নিতাই শীল পাবেন ৩০ টাকা। সস্তায় চুল দাঁড়ি কাটাতে পেরে মফিজ উদ্দিন শেখ দারুন খুশি।
তাঁর পাশেই আরেক বাক্প্রতিবন্ধী নাপিত আবুল কাসেম দ্রুত কাজ করে চলেছেন। প্রতিবন্ধী হলেও চুল দাঁড়ি কাটায় তাঁর কাজের গতি বেশ। পিঁড়ি এগিয়ে দিয়ে তার কাছে আসা খদ্দরদের ইশারায় সেখানে বসতে বলছেন।
নাপিত নিতাই শীল বলেন, এটা আমাদের তিন পুরুষের পেশা। এ হাটেই এক সময় দুই টাকায় চুল ও এক টাকায় দাঁড়ি কেটেছেন।
খদ্দর মফিজ উদ্দিন শেখ বলেন, এভাবেই চুল দাঁড়ি কেটে বয়স আশি পার হল। আমার এক নাতি ঢাকায় লেখাপড়া করেন। শুনেছি তাঁর একবার চুল দাঁড়ি কাটতে খরচ হয় ৩০০ টাকা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরীকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। তিনি ২০ জন শিক্ষার্থীকে উদ্ধার করে নিজের জীবন দিয়েছেন। এ দেশে বাহিনী ছাড়া সিভিলিয়ানরা...
১৮ মিনিট আগেচলছে শ্রাবণ মাস। বর্ষা মৌসুম। এই সময়ে টানা বৃষ্টি, স্যাঁতসেঁতে মাঠঘাট আর আকাশে মেঘের ঘনঘটা—এমন চিত্রই আমাদের কাছে চিরচেনা। কিন্তু উত্তরবঙ্গের জেলা পঞ্চগড়ে আজ বুধবার একদমই অন্য রকম সকালের চিত্র দেখা গেছে। ভোরবেলা ঘুম ভাঙতেই দেখা গেল—চারদিক কুয়াশায় ঢাকা। ঘাসে ঘাসে শিশির, রাস্তায় ঝাপসা আলো, যেন শীতকাল
২৮ মিনিট আগেনিহতের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকুর রহমান কমলাপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। তাঁর স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন।
৩৫ মিনিট আগেডেমরা থানার উপপরিদর্শক (এসআই) কাকন মিয়া বলেন, ‘সকালে ডেমরার শাপলা চত্বর এলাকায় এক তরুণ গণপিটুনির শিকার হয়েছে বলে খবর পাই। পরে সেখানে গিয়ে তাঁকে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
৪৩ মিনিট আগে