Ajker Patrika

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৩, ১০: ১১
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় নাদিদুল ইসলাম নাহিদ (২৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ মালগ্রাম কলেজপাড়া এলাকার ঝন্টু শেখের ছেলে। তিনি জেলা শহর স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হরিদাস মণ্ডল। তিনি জানান, নাহিদ এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের শাখা পরিচালনার পাশাপাশি বিভিন্ন ব্যবসা করতেন। ব্যবসার টাকা আদায় করা নিয়ে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে বিরোধ হয়। আজ রাত সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলা মোড়ে নাহিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ পরিদর্শক হরিদাস। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন জড়িতদের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, নিহত নাহিদ মোবাইল ব্যাংকিং পরিচালনা করা ছাড়াও সুদের ব্যবসা এবং বালু ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এ নিয়ে দুই মাস ধরে তাঁর সঙ্গে একটি গ্রুপের বিরোধ চলে আসছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত