Ajker Patrika

বগুড়া কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার মৃত্যু হাসপাতালে

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কারা হেফাজতে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু। ছবি: সংগৃহীত
বগুড়ায় কারা হেফাজতে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মিঠু। ছবি: সংগৃহীত

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মারা যান।

মারা যাওয়া আওয়ামী লীগ নেতার নাম আব্দুল মতিন মিঠু (৬৫)। তিনি গাবতলী উপজেলার বৈইঠা দক্ষিণ পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য, দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি এবং দূর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জেলার সৈয়দ শাহ শরীফ জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ৩ নভেম্বর বগুড়া জেলা কারাগারে আসেন আব্দুল মতিন মিঠু। গতকাল দিবাগত রাত তিনটা ৩৫ মিনিটে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা। পরে সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত