Ajker Patrika

স্বর্ণের বদলে পিতলের মূর্তি বিক্রি, ৩ প্রতারক গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা ও মূর্তি । ছবি: সংগৃহীত
পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিরা ও মূর্তি । ছবি: সংগৃহীত

স্বর্ণের মূর্তি বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), মো. আবুল কালাম (৫০) ও মো. ইদ্রিস আলী (৫৫)। তাঁরা তিনজনই বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে জানা গেছে, যশোর জেলার বাঘারপাড়া থানার দৌলতপুর গ্রামের মো. আছাদুজ্জামান মোল্যা (৫৮) সম্প্রতি পাবনার পাকশীতে একটি ওরস মাহফিলে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে খোরশেদ আছাদুজ্জামানকে জানান, তাঁর এক আত্মীয় পুকুর খননের সময় একটি স্বর্ণের মূর্তি পেয়েছেন। এটির ওজন প্রায় ৫০০ গ্রাম। তিনি আরও বলেন, বিষয়টি গোপন রাখতে মূর্তিটি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিক্রি করতে চান।

পরে মূর্তিটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়ে চুক্তি হয়। সেই অনুযায়ী বাদী আছাদুজ্জামান গতকাল বিকেলে দুই লাখ টাকা নিয়ে খোরশেদের বাড়িতে যান। সেখানে তাঁকে স্বর্ণের মতো দেখতে এমন একটি মূর্তি দেওয়া হয়। পরে স্থানীয় এক স্বর্ণকার দিয়ে পরীক্ষা করালে দেখা যায়, মূর্তিটি স্বর্ণের নয়, বরং পিতলের তৈরি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আছাদুজ্জামান শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেখতে স্বর্ণের মতো একটি দুই খণ্ডের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা করে পিতলের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত