শেরপুর (বগুড়া) প্রতিনিধি
স্বর্ণের মূর্তি বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), মো. আবুল কালাম (৫০) ও মো. ইদ্রিস আলী (৫৫)। তাঁরা তিনজনই বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, যশোর জেলার বাঘারপাড়া থানার দৌলতপুর গ্রামের মো. আছাদুজ্জামান মোল্যা (৫৮) সম্প্রতি পাবনার পাকশীতে একটি ওরস মাহফিলে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে খোরশেদ আছাদুজ্জামানকে জানান, তাঁর এক আত্মীয় পুকুর খননের সময় একটি স্বর্ণের মূর্তি পেয়েছেন। এটির ওজন প্রায় ৫০০ গ্রাম। তিনি আরও বলেন, বিষয়টি গোপন রাখতে মূর্তিটি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিক্রি করতে চান।
পরে মূর্তিটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়ে চুক্তি হয়। সেই অনুযায়ী বাদী আছাদুজ্জামান গতকাল বিকেলে দুই লাখ টাকা নিয়ে খোরশেদের বাড়িতে যান। সেখানে তাঁকে স্বর্ণের মতো দেখতে এমন একটি মূর্তি দেওয়া হয়। পরে স্থানীয় এক স্বর্ণকার দিয়ে পরীক্ষা করালে দেখা যায়, মূর্তিটি স্বর্ণের নয়, বরং পিতলের তৈরি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আছাদুজ্জামান শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেখতে স্বর্ণের মতো একটি দুই খণ্ডের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা করে পিতলের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বর্ণের মূর্তি বিক্রির নামে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শেরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. খোরশেদ আলম ওরফে খুশি (৫৪), মো. আবুল কালাম (৫০) ও মো. ইদ্রিস আলী (৫৫)। তাঁরা তিনজনই বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের সগুনা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহারে জানা গেছে, যশোর জেলার বাঘারপাড়া থানার দৌলতপুর গ্রামের মো. আছাদুজ্জামান মোল্যা (৫৮) সম্প্রতি পাবনার পাকশীতে একটি ওরস মাহফিলে যোগ দেন। সেখানে তাঁর সঙ্গে খোরশেদ আলমের পরিচয় হয়। একপর্যায়ে খোরশেদ আছাদুজ্জামানকে জানান, তাঁর এক আত্মীয় পুকুর খননের সময় একটি স্বর্ণের মূর্তি পেয়েছেন। এটির ওজন প্রায় ৫০০ গ্রাম। তিনি আরও বলেন, বিষয়টি গোপন রাখতে মূর্তিটি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিক্রি করতে চান।
পরে মূর্তিটি পাঁচ লাখ টাকায় বিক্রির বিষয়ে চুক্তি হয়। সেই অনুযায়ী বাদী আছাদুজ্জামান গতকাল বিকেলে দুই লাখ টাকা নিয়ে খোরশেদের বাড়িতে যান। সেখানে তাঁকে স্বর্ণের মতো দেখতে এমন একটি মূর্তি দেওয়া হয়। পরে স্থানীয় এক স্বর্ণকার দিয়ে পরীক্ষা করালে দেখা যায়, মূর্তিটি স্বর্ণের নয়, বরং পিতলের তৈরি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে আছাদুজ্জামান শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দেখতে স্বর্ণের মতো একটি দুই খণ্ডের ধাতব মূর্তি উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা করে পিতলের তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন ৫ কোটি লিটারের ফারাক। অনেক জায়গায় সুপেয় পানির জন্য হাহাকার করছে নগরবাসী। কিন্তু মানুষের ভোগান্তিকে দূরে ঠেলে নতুন মোবাইল কেনা এবং ভ্রমণ বিলাসে মেতেছেন ওয়াসার কর্মকর্তারা। সংস্থার ৯১ কর্মকর্তার জন্য মোবাইল ফোন কেনা এবং ২২
১ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের তীরঘেঁষা উপকূলীয় জেলা বরগুনার ছয়টি উপজেলায় ১২ লাখ মানুষের বসবাস। তাঁদের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালটি আধুনিকায়নের মাধ্যমে ২৫০ শয্যায় উন্নীত করা হয় ২০১৩ সালে। কিন্তু এক যুগেও হাসপাতালটির শূন্য পদে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়নি।
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় ৮ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত একটি পানি সরবরাহ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি তিন বছর আগে উদ্বোধন করা হলেও আজ পর্যন্ত পৌরবাসীর ঘরে পৌঁছায়নি একফোঁটা পানি। প্রকল্পের কাজ কাগজ-কলমে সম্পন্ন দেখানো হলেও বাস্তবে এর অগ্রগতি ‘শূন্য’। ঠিকাদারি প্রত
২ ঘণ্টা আগেসুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, শিমুলবাগানসহ পর্যটন এলাকায় গতি আনতে ২০১৮ সালে তাহিরপুরের ডাম্পের বাজার এলাকায় পাটলাই নদের ওপর সেতু নির্মাণ শুরু হয়। তিন বছরের মধ্যে সেতুর কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। উল্টো গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সেতু চালু নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে