সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম।
আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।
জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন।
ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।
পাবনার সাঁথিয়ায় পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ নিম্নমানের হওয়ার অভিযোগ ওঠায় ডেপুটি স্পিকারের অনুষ্ঠান থেকে সটকে পড়লেন কাজের ঠিকাদার রফিকুল ইসলাম।
আজ রোববার সকালে পাকা সড়ক ও ব্রিজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. শামসুল হক টুকু।
জানা গেছে, স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বনগ্রাম থেকে ২০ মাইল পর্যন্ত রাস্তা পাকাকরণ ও ব্রিজ নির্মাণ করা হয়।
উদ্বোধনী ফলক উন্মোচন শেষে স্থানীয়রা প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাড: শামসুল হক টুকু এমপির নিকট অভিযোগ করেন সড়ক নির্মাণকাজ নিম্ন মানের হয়েছে। গাড়ির চাকায়, হাতের ও পায়ের আঙুলের আঘাতে বিটুমিন উঠে যাচ্ছে। বিষয়টি নিজ চোখে দেখার পর ডেপুটি স্পিকার নিজে ঠিকাদারকে ডাকেন।
ঠিকাদার না আসায় পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু মাইকে ঠিকাদার রফিকুল ইসলামকে দেখা করতে বললে, ঠিকাদার দেখা না করে সটকে পড়েন।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, ‘ঠিকাদার নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডাকার পরে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মোবাইল ফোনে ঠিকাদার রফিকুল ইসলাম বলেন, ‘আমি ডেপুটি স্পিকারকে রিসিপ করে চলে এসেছিলাম। কাজের মান ভালো হয়েছে।’
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, ‘রোধের কারণে সড়কের বিটুমিন নরম হওয়ায় তা হাত ও পায়ের আঙুলের সঙ্গে উঠে আসছে।
বাদী শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি ‘Drake For a reason’ নামের একটি ফেসবুক পেজে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়, যেখানে তাঁকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন
৫ মিনিট আগেভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে রোববার (২০ এপ্রিল) সমাবেশ করবেন জেলার সাধারণ মানুষ। সকাল ১০টায় ভোল সদরের বাংলা স্কুল মাঠে হবে এই সমাবেশ। ‘আগামীর ভোলা’ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
৩২ মিনিট আগেবেতন-ভাতাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদন বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) উপাচার্যকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় নগরের চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্য
৩৮ মিনিট আগেগাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে চুরি হওয়া তিনটি বিপন্ন রিংটেইল লেমুরের মধ্যে একটি লেমুর উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. দেলোয়ার হোসেন তওসীফ (২২) নামের এক যুবককে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৪০ মিনিট আগে