Ajker Patrika

চিনিপোকায় সাবাড় মিষ্টিপান, কাজে আসছে না ওষুধ

  • তিন বছর ধরে পোকার এই আক্রমণ।
  • লোকসান বাড়ছে, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
  • বাগমারা ও পুঠিয়া উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পানবরজ রয়েছে।
 রিমন রহমান, রাজশাহী
চিনিপোকায় আক্রান্ত বরজের পান দেখাচ্ছেন কৃষক। ছবি: আজকের পত্রিকা
চিনিপোকায় আক্রান্ত বরজের পান দেখাচ্ছেন কৃষক। ছবি: আজকের পত্রিকা

আকারে খুবই ছোট, নরম দেহ। গায়ে সাদা মোমের মতো স্তর। দেখতে চিনির দানার মতো। তাই কৃষকেরা এই পোকার নাম দিয়েছেন ‘চিনিপোকা’। এরা পানগাছের পাতা, কাণ্ড ও ডগায় দলবেঁধে থাকে। রস চুষে খায়। ফলে পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তামাটে দাগ দেখা দেয়। কোনোভাবেই পানবরজের এ রোগ দমন করতে পারছেন না রাজশাহীর চাষিরা।

পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন বছর আগে তাঁরা প্রথম চিনিপোকার আক্রমণ দেখতে পান। তারপর বহু কীটনাকশক স্প্রে করেছেন; কিন্তু লাভ হয়নি। কেউ ব্যবহার করেছেন নিমের তেল। কেউ পানিতে মরিচের গুঁড়া ও হ্যান্ডওয়াশ মিশিয়ে স্প্রে করেছেন। কেউ আবার পানিতে গুল ও উকুননাশক শ্যাম্পু স্প্রে করেছেন। তাতেও কোনো কাজ হয়নি।

রাজশাহীর মোহনপুর, পবা, দুর্গাপুর, বাগমারা ও পুঠিয়া উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পানবরজ রয়েছে। বছরে এসব বরজ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার পান বিক্রি হয়। পানের এই বাজার রাজশাহীর আমের বাজারের চেয়েও বড়। রাজশাহীর মিষ্টিপানের সুনামও সবখানে। তাই গত বছর ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘রাজশাহীর মিষ্টিপান’। এই মিষ্টিপানের রসই চুষে খাচ্ছে চিনিপোকা।

পানচাষি মোশাররফ হোসেন জানান, তিন বছর আগে তাঁরা প্রথম চিনিপোকার আক্রমণ দেখেন। চিনিপোকা ওঠে মাটি থেকে। তাপমাত্রা বেশি থাকলে এ পোকার আক্রমণ বেশি হয়। তবে শীতেও দেখা যায়। বৃষ্টি হলে এ পোকা পাতা থেকে ধুয়ে যায়। চিনির মতো দেখতে এ পোকায় হাত দিলেই গলে যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শংকর কে বিশ্বাস বলেন, ‘চিনিপোকার আক্রমণ থাকা পান গ্রহণ করলে হালকা বিষক্রিয়া হতে পারে। এ ধরনের পান একাধিকবার গ্রহণ করলে বমি, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পেটের অস্বস্তি কিংবা অরুচির মতো সমস্যা দেখা দিতে পারে। আর দীর্ঘমেয়াদে গ্রহণ করা হলে ক্যানসারের ঝুঁকি আছে।’

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা জানান, বরজে গিয়ে তাঁরা চিনিপোকার কথা জানতে পারেন। এর জন্য এখন পর্যন্ত আলাদা কোনো কীটনাশক নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত