Ajker Patrika

এসএসসি-এইচএসসিতে ‘এ’ প্লাসেও শিক্ষার্থীর পোড়া লাশ মিলল ডোবায়

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৫, ২২: ০৭
নিহত শিক্ষার্থী শাহরিয়ার অর্ণব রিউশা। ছবি: সংগৃহীত
নিহত শিক্ষার্থী শাহরিয়ার অর্ণব রিউশা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে এক শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করেন স্বজনেরা। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার অর্ণব রিউশা (১৭)। তিনি একই গ্রামের সোহেল রানার ছেলে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্বজনেরা বলছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ‘এ’ প্লাস পান রিউশা। চলতি শিক্ষাবর্ষে মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিদ্যালয়সহ অন্তত চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তিনি। তবে একটিতেও ভর্তির সুযোগ হয়নি তাঁর। এ নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।

স্বজনদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন রিউশা।

শাহরিয়ার অর্ণব রিউশার স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
শাহরিয়ার অর্ণব রিউশার স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

পুলিশ ও পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র রিউশা কুষ্টিয়া এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে এসএসসি পাস করেন। এরপর ঢাকার রামপুরা এলাকায় খালার বাড়িতে চলে যান। সেখানে ঢাকা কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ‘এ’ প্লাস পেয়েছিলেন রিউশা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা দেন তিনি। এরপর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। সর্বশেষ ২৭ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন। তবে একটিতেও ভর্তির সুযোগ পাননি তিনি।

স্বজনেরা জানান, গত শুক্রবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন রিউশা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মা মুক্তা খাতুন তাঁর বাবার বাড়িতে গিয়েছিলেন। এরপর রাত সোয়া ৯টা থেকে রিউশাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাঁকে পাওয়া যায়নি। আজ সকাল ৬টার দিকে বাড়ির পাশে ডোবায় আগুনে পোড়া লাশ পাওয়া যায়।

রিউশার খালা আইনজীবী রত্না খাতুন বলেন, ‘ও (রিউশা) মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে সাহস দিতাম। তবুও শেষরক্ষা হলো না। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে হয়তো শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে সে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত