লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু উত্তোলনকারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এই তৎপরতায় পদ্মাতীরবর্তী মানুষের মনে স্বস্তি ফিরেছে।
গত বৃহস্পতিবার দিনভর উপজেলার চরবিনোদপুরে একটি অবৈধ বালু উত্তোলনকারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে ছোট ছোট ঘর তৈরি করে বালু উত্তোলনকারীরা থাকার অস্থায়ীভাবে বসবাস করেছিলেন। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার সরিয়ে আগেই পালিয়ে যান। অবৈধ এই বালুমহাল যাতে পুনরায় চালু হতে না পারে, সেদিকে নজরদারি অব্যাহত রাখার ফলে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান, লালপুরের পদ্মা নদীতে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি বিক্রির মহোৎসব চলে আসছে। ফলে নদীর পাড় ভেঙে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মধ্যে।
এ ছাড়া বিভিন্ন স্থানে এখনো দৃশ্যমান অবৈধভাবে উত্তোলন করা বালুর পাহাড়। এসব নিয়ে প্রতিবাদ করতে গেলেই অস্ত্র হাতে তেড়ে আসত সন্ত্রাসীরা। ফলে জমি থাকা সত্ত্বেও চরে গিয়ে ফসল ফলাতে পারেননি কৃষকেরা। বালু ও মাটির বাণিজ্যকেন্দ্রিক অভ্যন্তরীণ বিবাদে পদ্মার চরে প্রায়ই গোলাগুলির ঘটনাও ঘটত। ক্ষতিগ্রস্তদের মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচির পরও কোনো প্রতিকার মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক চরজাজিরা গ্রামের প্রবীণ ব্যক্তি জানান, আগে নৈরাজ্য চললেও এখন সেনাবাহিনীর তৎপরতায় গা ঢাকা দিয়েছে অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীরা। উত্তোলন করা কোটি কোটি টাকার বালু জব্দের পাশাপাশি চরাঞ্চলে সেনাবাহিনীর নিয়মিত টহলে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। নবোদ্যমে কৃষকেরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারানোর পাশাপাশি চরাঞ্চলের কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই এই অবৈধ কার্যক্রম পুনরায় যেন না হয় সে জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার দাবি জানান তিনি।
এদিকে সেনাবাহিনীর সদস্যরা বলছেন, তারা কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেবেন না।
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন বলেন, আর অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বালু উত্তোলনকারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এই তৎপরতায় পদ্মাতীরবর্তী মানুষের মনে স্বস্তি ফিরেছে।
গত বৃহস্পতিবার দিনভর উপজেলার চরবিনোদপুরে একটি অবৈধ বালু উত্তোলনকারীদের আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে ছোট ছোট ঘর তৈরি করে বালু উত্তোলনকারীরা থাকার অস্থায়ীভাবে বসবাস করেছিলেন। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ড্রেজার সরিয়ে আগেই পালিয়ে যান। অবৈধ এই বালুমহাল যাতে পুনরায় চালু হতে না পারে, সেদিকে নজরদারি অব্যাহত রাখার ফলে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায় নামিয়ে এনেছেন সেনাবাহিনীর সদস্যরা।
স্থানীয়রা জানান, লালপুরের পদ্মা নদীতে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও চরের মাটি বিক্রির মহোৎসব চলে আসছে। ফলে নদীর পাড় ভেঙে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর ফসলি জমি। জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। দিনের পর দিন প্রকাশ্যে এমন কার্যক্রম চললেও অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে দৃশ্যমান কোনো তৎপরতা দেখা যায়নি। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবৈধ এই কার্যক্রম বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চরাঞ্চলের কৃষকদের মধ্যে।
এ ছাড়া বিভিন্ন স্থানে এখনো দৃশ্যমান অবৈধভাবে উত্তোলন করা বালুর পাহাড়। এসব নিয়ে প্রতিবাদ করতে গেলেই অস্ত্র হাতে তেড়ে আসত সন্ত্রাসীরা। ফলে জমি থাকা সত্ত্বেও চরে গিয়ে ফসল ফলাতে পারেননি কৃষকেরা। বালু ও মাটির বাণিজ্যকেন্দ্রিক অভ্যন্তরীণ বিবাদে পদ্মার চরে প্রায়ই গোলাগুলির ঘটনাও ঘটত। ক্ষতিগ্রস্তদের মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচির পরও কোনো প্রতিকার মেলেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক চরজাজিরা গ্রামের প্রবীণ ব্যক্তি জানান, আগে নৈরাজ্য চললেও এখন সেনাবাহিনীর তৎপরতায় গা ঢাকা দিয়েছে অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীরা। উত্তোলন করা কোটি কোটি টাকার বালু জব্দের পাশাপাশি চরাঞ্চলে সেনাবাহিনীর নিয়মিত টহলে স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। নবোদ্যমে কৃষকেরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের ফলে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারানোর পাশাপাশি চরাঞ্চলের কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই এই অবৈধ কার্যক্রম পুনরায় যেন না হয় সে জন্য প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার দাবি জানান তিনি।
এদিকে সেনাবাহিনীর সদস্যরা বলছেন, তারা কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেবেন না।
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন বলেন, আর অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। বালু উত্তোলন বন্ধে যৌথ বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে সাবেক যুবদল নেতা ও তাঁর লোকজনের ওপর চড়াও হয়েছেন কৃষকেরা। এ সময় গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদ্বীপা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ওই চারজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়।
৪ মিনিট আগেলক্ষ্মীপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ পৌরসভার বাঞ্ছানগর এলাকার মকবুল আহমদের ছেলে।
১৪ মিনিট আগেবেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার শ্রমিকেরা সকালে কাজে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ফিরে যান।
১৯ মিনিট আগেফিলিস্তিনের গাজা, ভারত এবং রোহিঙ্গাসহ সারা বিশ্বের নিপীড়িত মুসলিমের পক্ষে সংহতি জানাতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবকে কেন্দ্র করে আশপাশের এলাকায় হাজারো মানুষের জমায়েত হয়েছে। এই জমায়েতের ফলে প্রেসক্লাব এলাকার সড়কে ভোররাত থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
২৬ মিনিট আগে