Ajker Patrika

লক্ষ্মীপুরে শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হারুনুর রশিদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ পৌরসভার বাঞ্ছানগর এলাকার মকবুল আহমদের ছেলে।

এর আগে ওই শিশুর মা বাদী হয়ে হারুনুর রশিদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনেরা জানায়, গতকাল শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঞ্ছানগর এলাকায় সাড়ে চার বছরের শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল।

এ সময় কৌশলে ওই শিশুকে সুপারিবাগারের দিকে ডেকে নেন হারুনুর রশিদ। পরে শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে হারুনুর রশিদ। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এ সময় হারুনুর রশিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত