নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫), মো. রজিম আহম্মেদ (২২) এবং মো. আনোয়ার হোসেন (৩৮)। আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করত। কিছুদিন আগে তারিকুল ইসলাম নামের লালপুরের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে একটি নকল মূর্তি বিক্রি করেন। পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তিটি নকল। টাকা ফেরত চাইলে গতকাল রোববার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পান এবং বিষয়টি তাঁদের জানান।
র্যাব তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি ও সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর স্থানীয়দের সামনে তাঁরা স্বীকার করেন যে, মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিক্রি করে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা। পরে সিংড়া থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।
নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫), মো. রজিম আহম্মেদ (২২) এবং মো. আনোয়ার হোসেন (৩৮)। আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করত। কিছুদিন আগে তারিকুল ইসলাম নামের লালপুরের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে একটি নকল মূর্তি বিক্রি করেন। পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তিটি নকল। টাকা ফেরত চাইলে গতকাল রোববার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পান এবং বিষয়টি তাঁদের জানান।
র্যাব তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি ও সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর স্থানীয়দের সামনে তাঁরা স্বীকার করেন যে, মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিক্রি করে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা। পরে সিংড়া থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা পরিশোধ না করে বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে, মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে খানটেক্স কম্পোজিট টেক্সটাইল নামক একটি কারখানার শ্রমিকেরা। কর্মস্থলে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকেরা।
৮ মিনিট আগেমেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
২০ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
৩৩ মিনিট আগে