Ajker Patrika

তাড়াশে ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ নেতার মামলায় গ্রেপ্তার বিএনপির ৫ নেতা-কর্মী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৫: ৪৬
তাড়াশে ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামী লীগ নেতার মামলায় গ্রেপ্তার বিএনপির ৫ নেতা-কর্মী

সিরাজগঞ্জের তাড়াশে ককটেল বিস্ফোরণের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার করা মামলায় বিএনপির পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মামলার পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহরাব হোসেন (৫৫), ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. দিদার খান (৪২), তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রাজিব আহম্মেদ মাসুম (৩৮), বারুহাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সরকার (৪৫) ও মাধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৪০)। 

ওসি শহীদুল আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চারমাথা আকবর আলী বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে থানায় মামলা করেন তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজ্জামেল হক মজনু। এতে গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়েছে। 

তবে এই গ্রেপ্তারকে সরকারের দমন-পীড়নের একটি কৌশল উল্লেখ করে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশ সামনে রেখে ভয়ভীতি দেখাতে এ ধরনের গায়েবি মামলা করা হচ্ছে।’ 

গ্রেপ্তার আসামিদের আজ (বুধবার) সকালে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত