জয়পুরহাট প্রতিনিধি
হত্যা মামলায় একই পরিবারের ৫ জনসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জয়পুরহাটের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই আদেশ দেন।
একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আহাম্মদ আলী, তাঁর স্ত্রী মিনা বেগম, তাঁদের তিন ছেলে যথাক্রমে আলতাব হোসেন, মোন্তাজ আলী ও এন্তাজ আলী এবং একই গ্রামের আনোয়ার হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে আকবর আলী নিজ বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে তখন আসামিরা একজোট হয়ে বাদীর পরিবারের ওপর কোদাল, লোহার রড, শাবল, লাঠি ও ছোরা নিয়ে হামলা চালায়। হামলায় আজিজুল ইসলাম ও তাঁর ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থার অবনতি হয়। তখন দায়িত্বে নিয়োজিত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে এবং আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় আকবর আলীর ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ২০০৭ সালের ১৭ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ২৪ দিন পর ৫ মে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান। পরবর্তীতে ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তিত হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আজ বৃহস্পতিবার এ রায় দেন।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক নিরেন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, রায় ঘোষণার পরই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
হত্যা মামলায় একই পরিবারের ৫ জনসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জয়পুরহাটের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই আদেশ দেন।
একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর নৃপেন্দ্রনাথ মণ্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দেবরাইল গ্রামের আহাম্মদ আলী, তাঁর স্ত্রী মিনা বেগম, তাঁদের তিন ছেলে যথাক্রমে আলতাব হোসেন, মোন্তাজ আলী ও এন্তাজ আলী এবং একই গ্রামের আনোয়ার হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল সকালে আকবর আলী নিজ বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে সাংসারিক বিষয়ে আলাপ আলোচনা করছিলেন। জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে তখন আসামিরা একজোট হয়ে বাদীর পরিবারের ওপর কোদাল, লোহার রড, শাবল, লাঠি ও ছোরা নিয়ে হামলা চালায়। হামলায় আজিজুল ইসলাম ও তাঁর ভাই আব্দুর রশিদ এবং তাদের বাবা আকবর আলী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের অবস্থার অবনতি হয়। তখন দায়িত্বে নিয়োজিত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে এবং আকবর আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় আকবর আলীর ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ২০০৭ সালের ১৭ এপ্রিল জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার ২৪ দিন পর ৫ মে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যান। পরবর্তীতে ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তিত হয়। ওই মামলার দীর্ঘ শুনানি ও যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আজ বৃহস্পতিবার এ রায় দেন।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক নিরেন্দ্রনাথ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, রায় ঘোষণার পরই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৭ ঘণ্টা আগে