Ajker Patrika

সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে 

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৭: ০৪
Thumbnail image

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার ও নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

একই সময় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর জামিনের আবেদন করা হয়। বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

সাবেক এমপি হেনরীর স্বামী শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকাসিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

এদিকে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর শাস্তি ও ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র–জনতা। 

উল্লেখ্য, সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট বিএনপি ও যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন। এর মধ্যে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখ নিহতের ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন। এই মামলায় এজাহারভুক্ত আসামি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত