Ajker Patrika

অনিয়মের অভিযোগে সেতুর কাজ আটকে দিল জনতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১: ৪৫
অনিয়মের অভিযোগে সেতুর কাজ আটকে দিল জনতা

অনিয়মের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদে নির্মীয়মাণ সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার সকালে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেন তাঁরা। 

জানা গেছে, উপজেলায় পাগলা নদের ওপর শিবগঞ্জ-মনাকষা সড়কে ২৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৭২ মিটার লম্বা সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৭ সালের জুলাইয়ে সেতু নির্মাণ শেষ হওয়ার কথা। কিন্তু অনিয়মের অভিযোগ তুলে গতকাল কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। 

স্থানীয় আব্দুল লতিব বলেন, ‘এই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে। গভীর রাতে সব কাজ করা হচ্ছে, যেন আমরা দেখতে না পাই। এমনকি একটা পাইলিং যে ৮০ ফুট রড দিয়ে করার কথা, তা করা হয়নি। সেতুর পিলারে ২৫ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও ২০ মিলিমিটার রড দিয়ে ঢালাই করা হচ্ছে। গ্রামবাসী এসব অনিয়ম মানবে না।’ 

জিন্নাত আলী নামে অপর এক বাসিন্দা বলেন, ‘গভীর রাতে সেতু নির্মাণের কাজ করা হচ্ছে। আমরা ভালো-খারাপ দেখতে পাচ্ছি না। তবে আজকে আমরা ফজরের নামাজ পড়ে এসে দেখলাম ৮০ ফুট পাইলিং দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে ৪০ ফুট। তাই সেতু নির্মাণে বাধা দিয়েছি।’ 

খবর পেয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন। চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহার আলী প্রাং বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তখন স্থানীয়রা কেউই ছিলেন না। মূলত মাটির নিচে সমস্যা হওয়ার কারণে পাইলিং রডগুলো যথাযথভাবে দেওয়া যায়নি। আমরা জায়গা বদল করে অন্য জায়গায় পাইলিং করব।’ আপাতত কাজ বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত