রাজশাহী প্রতিনিধি
সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি মার্কেট ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে পবা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করেন।
আব্বাস আলী কাটাখালী বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের দুই পাশে এ দুটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। ড্রেজার ও শ্রমিক দিয়ে সকালে নির্মাণাধীন মার্কেট দুটি ভাঙার কাজ শুরু হয়। দুপুরের মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যায়। এ সময় মার্কেট দুটি ভাঙতে দেখে বাজারের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মেয়র আব্বাস আলী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। পুলিশ তাঁর ১০ দিন রিমান্ডের আবেদনও করেছে। পরপর দুবার নৌকা প্রতীকে তিনি মেয়র নির্বাচিত হন। তবে ম্যুরাল ইস্যুতে সমালোচনায় পড়লে আওয়ামী লীগের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
এবার তাঁর অবৈধ মার্কেটও ভাঙা পড়ল। কাটাখালী থানার পুলিশের সহায়তায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, ‘আমরা আজকেই মার্কেটের মূল কাঠামো ভেঙে ফেলব। বাকি যেটুকু থাকবে, তা আগামীকাল রোববারের মধ্যেই শ্রমিক দিয়ে অপসারণ করা হবে।’
কাটাখালী বাজারকে মাঝে রেখে মহাসড়ক পার হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে একটি খাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১৭ কোটি টাকায় খালটি সংস্কার করে। দুই পাড় বাঁধাই করা হয়। খালের দুই পাড়ে পিলার দিয়ে লকডাউনের সময় দুটি মার্কেট নির্মাণ শুরু করেন মেয়র আব্বাস আলী। মহাসড়কের সেতুর দক্ষিণ পাশের মার্কেটটিতে ২১টি দোকান করার কথা ছিল। উত্তর পাশের দোতলা মার্কেটটিতে দোকান ছিল ছয়টি। দুটির কাঠামোয় দোতলা পর্যন্ত উঠেছিল। এরই মধ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু দোকান বরাদ্দ দিয়েছিলেন মেয়র।
দক্ষিণের মার্কেটটির কারণে পেছনে আড়াল হয়ে যায় ‘ছানা মার্কেট’। এতে সেখানকার ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। তাঁরা দোকানপাট ছেড়ে চলে যাচ্ছিলেন। মার্কেট করার সময় ব্যবসায়ীদের মেয়র বোঝান, এটা পৌরসভার মার্কেট। এখানে ব্যবসায়ীদের কম ভাড়ায় দোকান বরাদ্দ দেওয়া হবে। এতে পৌরসভার কিছুটা আয়ও হবে। বাস্তবে পৌরসভায় এ ধরনের মার্কেট নির্মাণের কোনো আলোচনা হয়নি। এ কারণে আটজন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরপর তিনবার কাজ বন্ধ করান। উপজেলা ভূমি অফিসও এই মার্কেটের ব্যাপারে বিএমডিএকে একটি চিঠি দিয়েছিল। রহস্যজনক কারণে বিএমডিএ ভূমি অফিসকে এটি ‘ইতিবাচক’ বলেই জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলে। গত ২৭ নভেম্বর জেলা প্রশাসক আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যস্ততা কাটলেই মার্কেট দুটি ভাঙা হবে। সে অনুযায়ী শনিবার সকাল থেকে মার্কেট দুটি ভেঙে ফেলার কাজ শুরু হলো।
সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি মার্কেট ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে পবা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করেন।
আব্বাস আলী কাটাখালী বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের দুই পাশে এ দুটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। ড্রেজার ও শ্রমিক দিয়ে সকালে নির্মাণাধীন মার্কেট দুটি ভাঙার কাজ শুরু হয়। দুপুরের মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যায়। এ সময় মার্কেট দুটি ভাঙতে দেখে বাজারের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মেয়র আব্বাস আলী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। পুলিশ তাঁর ১০ দিন রিমান্ডের আবেদনও করেছে। পরপর দুবার নৌকা প্রতীকে তিনি মেয়র নির্বাচিত হন। তবে ম্যুরাল ইস্যুতে সমালোচনায় পড়লে আওয়ামী লীগের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
এবার তাঁর অবৈধ মার্কেটও ভাঙা পড়ল। কাটাখালী থানার পুলিশের সহায়তায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, ‘আমরা আজকেই মার্কেটের মূল কাঠামো ভেঙে ফেলব। বাকি যেটুকু থাকবে, তা আগামীকাল রোববারের মধ্যেই শ্রমিক দিয়ে অপসারণ করা হবে।’
কাটাখালী বাজারকে মাঝে রেখে মহাসড়ক পার হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে একটি খাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১৭ কোটি টাকায় খালটি সংস্কার করে। দুই পাড় বাঁধাই করা হয়। খালের দুই পাড়ে পিলার দিয়ে লকডাউনের সময় দুটি মার্কেট নির্মাণ শুরু করেন মেয়র আব্বাস আলী। মহাসড়কের সেতুর দক্ষিণ পাশের মার্কেটটিতে ২১টি দোকান করার কথা ছিল। উত্তর পাশের দোতলা মার্কেটটিতে দোকান ছিল ছয়টি। দুটির কাঠামোয় দোতলা পর্যন্ত উঠেছিল। এরই মধ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু দোকান বরাদ্দ দিয়েছিলেন মেয়র।
দক্ষিণের মার্কেটটির কারণে পেছনে আড়াল হয়ে যায় ‘ছানা মার্কেট’। এতে সেখানকার ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। তাঁরা দোকানপাট ছেড়ে চলে যাচ্ছিলেন। মার্কেট করার সময় ব্যবসায়ীদের মেয়র বোঝান, এটা পৌরসভার মার্কেট। এখানে ব্যবসায়ীদের কম ভাড়ায় দোকান বরাদ্দ দেওয়া হবে। এতে পৌরসভার কিছুটা আয়ও হবে। বাস্তবে পৌরসভায় এ ধরনের মার্কেট নির্মাণের কোনো আলোচনা হয়নি। এ কারণে আটজন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরপর তিনবার কাজ বন্ধ করান। উপজেলা ভূমি অফিসও এই মার্কেটের ব্যাপারে বিএমডিএকে একটি চিঠি দিয়েছিল। রহস্যজনক কারণে বিএমডিএ ভূমি অফিসকে এটি ‘ইতিবাচক’ বলেই জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলে। গত ২৭ নভেম্বর জেলা প্রশাসক আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যস্ততা কাটলেই মার্কেট দুটি ভাঙা হবে। সে অনুযায়ী শনিবার সকাল থেকে মার্কেট দুটি ভেঙে ফেলার কাজ শুরু হলো।
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
৯ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
২২ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
৩৪ মিনিট আগে