Ajker Patrika

নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় ধান কেটে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার। তিনি জানান, নিহত কিশোরের নাম মো. সাজেদুল ইসলাম (১৬)। সে উপজেলার পূর্ব করমুডাঙ্গা গ্রামের দুরুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সারা দিনই চৌমুহনী গ্রামের বাসিন্দা এন্দাদুল ইসলামের জমিতে বোরো ধান কাটেন সাজেদুলসহ অন্যান্য কৃষি শ্রমিকেরা। সন্ধ্যার দিকে আকাশ মেঘলা দেখে সাজেদুলসহ তাঁর আরও দুই ভাই এক সঙ্গে বাড়ি ফিরছিলেন। কিছু সময় পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পথে হঠাৎ চৌমুহনী ব্রিজের পাশে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সাজেদুল মারা যান। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকেরা নিহত সাজেদুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

ওসি তারেকুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ফসলের মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাজেদুলসহ অন্যান্য কৃষি শ্রমিকেরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সাজেদুল নামের ওই কিশোরের মৃত্যু হয়। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত