নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রস্তাবিত বাজেটে হাজার কোটির বেশি টাকা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়।
মেয়র জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, প্রতি পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বাড়াতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ি এখনো সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে।
এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে। এটি আমরা ধরে রাখতে চাই।’ এর পাশাপাশি চিন্তাচেতনা ও পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে যারা সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রস্তাবিত বাজেটে হাজার কোটির বেশি টাকা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়।
মেয়র জানান, ২০২২-২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৭ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৩২৩ টাকা ১১ পয়সা। সংশোধিত বাজেটে এর আকার নেমে আসে ৬১৮ কোটি ১১ লাখ ২ হাজার ২১০ টাকা ১৭ পয়সায়। এবার ২০২৩-২৪ অর্থবছরে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ১ হাজার ১৫ কোটি ৩৪ লাখ ৭০ হাজার ১০০ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র জানান, প্রতি পাঁচ বছর পর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর নিয়ম রয়েছে। কিন্তু রাজশাহী শহরে দীর্ঘ সময় হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়নি। রাসিকের রাজস্ব আয় বাড়াতে এবার এটি চিন্তা করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়ি এখনো সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স দেয় না সেগুলোকে চিহ্নিত করে ট্যাক্সের আওতায় আনা হবে।
এ সময় মেয়র রাজশাহীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘রাজশাহী এখন দেশের সেরা শহর। দেশ-বিদেশে এই শহরের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়েছে। এটি আমরা ধরে রাখতে চাই।’ এর পাশাপাশি চিন্তাচেতনা ও পরামর্শ দিয়ে এই আধুনিক শহর বিনির্মাণে যারা সহায়তা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সিটি মেয়র।
সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের কর্মকর্তা, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
৬ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই বস্তা গাঁজা (ওজন আনুমানিক ২০ কেজি) উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১২ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৫ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৫ ঘণ্টা আগে