Ajker Patrika

ভোলাহাট সীমান্তে ৫৭ লাখ টাকা মূল্যের কচ্ছপের হাড় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ ও ভোলাহাট প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৯: ৩৭
ভোলাহাট সীমান্তে ৫৭ লাখ টাকা মূল্যের কচ্ছপের হাড় উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৭ লাখ টাকা মূল্যের ভারতীয় ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছেন। আজ শুক্রবার দুপুরে ভোলাহাট বিওপির চামুচা এলাকায় এই অভিযান চালান তাঁরা। ৫৯ বিজিবির পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বিজিবির একটি বিশেষ দল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট বিওপির সীমান্ত পিলার ১৯৫ /৩-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৫৭ লাখ টাকা। 

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত