Ajker Patrika

‘অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ২০: ০০
‘অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে’

পাবনার চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। তাঁর বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে চাটমোহর পৌর সদরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় তিনি বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে আইনের আশ্রয় নেওয়া হবে। 

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘গত ২৩ মার্চ পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত একটি পত্রে আমাকে সভাপতি ও কুতুব উদ্দিনকে সম্পাদক করে চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়। 

‘এই কমিটি ঘোষণা করার পর থেকে সাবেক এক ছাত্রনেতা পদ–বাণিজ্যের মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এতে আমার ও আমার দলের সিনিয়র নেতাদের সন্মানহানি হচ্ছে।’ 

এ সময় মনিরুল বলেন, অপপ্রচার বন্ধ করা না হলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান, বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক ফরহাদ নাসিম, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির হিমুসহ শতাধিক নেতা-কর্মী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত