বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮টিতেই প্রধান শিক্ষকের পদ রয়েছে শূন্য। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কয়েক বছর থেকে ডেপুটেশনে এবং একজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম ২০১৫ সাল থেকে ডেপুটেশনে ছিলেন। গত মাসে সেই ডেপুটেশন বাতিল হলেও তিনি এখনো কাজে যোগ দেননি। আবার সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া ২০২০ সালের অক্টোবরে বদলি হয়ে জেলার সিংড়া উপজেলায় যোগদান করায় সেই পদটিও শূন্য রয়েছে।
আরও জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৮টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। আর ১৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই ১৮টির মধ্যে আবার নতুন সরকারি ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে নামো হাটদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁকা ইউনিয়নে তকিনগর সরকারি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক পদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই উপজেলায় ৩টি পদের বিপরীতে একজন শিক্ষা কর্মকর্তা ও এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রওশন কামাল বলেন, ‘আমাদের স্কুলে দেড় বছরের বেশি প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়টি কেন্দ্রীয় স্থানে হওয়ায় প্রাথমিক শিক্ষার উপজেলা পর্যায়ের সকল কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া আদালতে বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। এর ফলে প্রধান শিক্ষক না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, তিনজন শিক্ষা কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন থেকে দুজন নেই। বিশেষ করে প্রধান কর্মকর্তা না থাকায় পুরো উপজেলার শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কর্মকর্তা একজন হওয়ায় শিক্ষকেরাও বিভিন্ন সময় নানা হয়রানির শিকার হচ্ছে। দেখা যাচ্ছে কর্মকর্তা স্কুল পরিদর্শনে গিয়েছেন অথবা মিটিংয়ে আছেন, সেই সময় শিক্ষকেরা অফিসে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তাদের প্রধান কাজ বিদ্যালয় পরিদর্শন করা। কিন্তু শিক্ষা কর্মকর্তা না থাকায় সেই কাজে ঘাটতি পড়েছে। আবার বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ এবং তিনজনের কাজ একা করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে।’
কাজে যোগ না দেওয়ার ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, ‘আমার ডেপুটেশন বাতিল হয়নি। আমি এখনো রাজশাহী ডিডি অফিসে কর্মরত আছি।’
নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাগাতিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার ডেপুটেশন বাতিলের চিঠি পেয়েছিলাম। তবে তিনি আবার সেটি স্থগিত করিয়েছেন কি না, এই ব্যাপারে জানা নেই। এ ছাড়া প্রধান শিক্ষক নিয়োগ ২০১৩ সাল থেকে বন্ধ থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে, আশা করি অল্প দিনের মধ্যে সেটি পূরণ হয়ে যাবে।’
নাটোরের বাগাতিপাড়ায় ৫৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮টিতেই প্রধান শিক্ষকের পদ রয়েছে শূন্য। এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা কয়েক বছর থেকে ডেপুটেশনে এবং একজন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এর ফলে ব্যাহত হচ্ছে উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম ২০১৫ সাল থেকে ডেপুটেশনে ছিলেন। গত মাসে সেই ডেপুটেশন বাতিল হলেও তিনি এখনো কাজে যোগ দেননি। আবার সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া ২০২০ সালের অক্টোবরে বদলি হয়ে জেলার সিংড়া উপজেলায় যোগদান করায় সেই পদটিও শূন্য রয়েছে।
আরও জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৮টিতে প্রধান শিক্ষক কর্মরত আছেন। আর ১৮টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এই ১৮টির মধ্যে আবার নতুন সরকারি ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে নামো হাটদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাঁকা ইউনিয়নে তকিনগর সরকারি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক পদ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাই উপজেলায় ৩টি পদের বিপরীতে একজন শিক্ষা কর্মকর্তা ও এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রওশন কামাল বলেন, ‘আমাদের স্কুলে দেড় বছরের বেশি প্রধান শিক্ষক নেই। বিদ্যালয়টি কেন্দ্রীয় স্থানে হওয়ায় প্রাথমিক শিক্ষার উপজেলা পর্যায়ের সকল কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ ছাড়া আদালতে বিদ্যালয়ের জমি সংক্রান্ত মামলা চলমান রয়েছে। এর ফলে প্রধান শিক্ষক না থাকায় অনেক সিদ্ধান্ত নিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে।’
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক বলেন, তিনজন শিক্ষা কর্মকর্তার মধ্যে দীর্ঘদিন থেকে দুজন নেই। বিশেষ করে প্রধান কর্মকর্তা না থাকায় পুরো উপজেলার শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার কর্মকর্তা একজন হওয়ায় শিক্ষকেরাও বিভিন্ন সময় নানা হয়রানির শিকার হচ্ছে। দেখা যাচ্ছে কর্মকর্তা স্কুল পরিদর্শনে গিয়েছেন অথবা মিটিংয়ে আছেন, সেই সময় শিক্ষকেরা অফিসে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তাদের প্রধান কাজ বিদ্যালয় পরিদর্শন করা। কিন্তু শিক্ষা কর্মকর্তা না থাকায় সেই কাজে ঘাটতি পড়েছে। আবার বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ এবং তিনজনের কাজ একা করতে গিয়ে আমাকে হিমশিম খেতে হচ্ছে।’
কাজে যোগ না দেওয়ার ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা ড. সাবরিনা আনাম বলেন, ‘আমার ডেপুটেশন বাতিল হয়নি। আমি এখনো রাজশাহী ডিডি অফিসে কর্মরত আছি।’
নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ বলেন, ‘বাগাতিপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার ডেপুটেশন বাতিলের চিঠি পেয়েছিলাম। তবে তিনি আবার সেটি স্থগিত করিয়েছেন কি না, এই ব্যাপারে জানা নেই। এ ছাড়া প্রধান শিক্ষক নিয়োগ ২০১৩ সাল থেকে বন্ধ থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। সরকার উদ্যোগ নিয়েছে, আশা করি অল্প দিনের মধ্যে সেটি পূরণ হয়ে যাবে।’
চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার আটক হয়েছেন। একই সঙ্গে তাঁর ভাতিজি খাদিজাতুল আনোয়ার সনি (সাবেক এমপি) আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
৬ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওরে পচা মিষ্টির রসের সঙ্গে ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করা হচ্ছে শিশুদের প্রিয় খাবার সন্দেশ ও টফি; যা প্যাকেটজাত করে কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় বিভিন্ন জেলায়। অর্থ লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
৭ ঘণ্টা আগেপ্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ না পেয়ে হতাশ হয়েছিলেন ইমা আক্তার। তারপর অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের ফলে বাকি সব পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
৭ ঘণ্টা আগেঝিনাইদহে পিকনিকে গিয়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বাগেরহাট সদরের চুলকাঠি এলাকার শিশু কানন আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্তত অর্ধশতাধিক লোক। শনিবার বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থী অহনা ইসলাম মৌ, ৪র্থ শ্রেণির আম্মার, উজান কর্মকার, ১ম শ্রেণির মায়াং
৭ ঘণ্টা আগে