Ajker Patrika

বাবাকে হত্যার মামলায় জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, ফের কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৩৪
বাবাকে হত্যার মামলায় জামিনে বেরিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, ফের কারাগারে

বাবাকে হত্যার মামলায় প্রায় ২০ মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে মুরাদ আলী কারিগর (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিন ভোরে রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মুরাদ রাজশাহীর চারঘাট উপজেলার তাঁতারপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক। গত মঙ্গলবার থেকে থেকে তিনি পলাতক ছিলেন। 

জেলা পুলিশের মুখপাত্র বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বাবা সাদেক আলীকে পিটিয়ে হত্যার অভিযোগে গত বছরের ১ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন মুরাদ। মাসখানেক আগে তিনি জামিনে মুক্তি পান। জামিনে আসার পর থেকেই মুরাদ তাঁর স্ত্রী শিলা বেগমের পৈতৃকসূত্রে প্রাপ্ত ১০ কাঠা জমি বিক্রি করে সেই টাকা তাঁকে দিতে চাপ দিচ্ছিলেন। শিলা রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে মুরাদ আলী স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ ফেলে রেখে তিনি পালিয়ে যান। 

এ ঘটনায় শিলার ভাই দুলাল হোসেন বাদী হয়ে মুরাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুরাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত