Ajker Patrika

নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

নাটোর প্রতিনিধি
নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার ১

নাটোর সদরের ডাঙ্গাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থী সানজিদা আকতার বীণাকে (১৯) অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মূল অভিযুক্ত মাহিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টায় নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মো. মহসিন জানান, গতকাল রোববার রাতে পুলিশ প্রধান অভিযুক্ত মাহিন হোসেনকে গ্রেপ্তার করে। সোমবার সকালে বীণার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। বীণা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। 

উল্লেখ্য, রোববার বিকেল ৫টার দিকে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় বীণার পথরোধ করে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে অভিযুক্ত মাহিন ও তাঁর দুই সহযোগী। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর সেখান থেকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত