নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১৮টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জোট সরকারের সাবেক ভূমি উপমন্ত্রী আইনজীবী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় আরও ৬৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রামে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান আসাদ নলডাঙ্গা থানায় বাদী হয়ে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে দুলুসহ ৬৮ জনকে ২০০৭ সালে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০১১ সালে একটি হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তারের পর থেকে দুলু বিভিন্ন সময় কারান্তরীণ ছিলেন। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর মামলাটি গতি পায় এবং আসামিপক্ষ আপিল করেন। শুনানি শেষে আজ দুপুরে বিচারক সবাইকে খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিষ্পত্তি হওয়া মামলার আপিল শুনানি শেষে আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। এ রায় আইনের সুশাসন প্রতিষ্ঠার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রায়ের এক প্রতিক্রিয়ায় রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার আইন লঙ্ঘন করে তাঁকে শাস্তি দিয়েছিল। তবে দেরিতে হলেও সত্য প্রকাশিত হয়েছে এবং খালাস পেয়েছেন তিনি।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১৮টি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জোট সরকারের সাবেক ভূমি উপমন্ত্রী আইনজীবী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় আরও ৬৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর গ্রামে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান আসাদ নলডাঙ্গা থানায় বাদী হয়ে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে দুলুসহ ৬৮ জনকে ২০০৭ সালে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০১১ সালে একটি হত্যা মামলার আসামি হয়ে গ্রেপ্তারের পর থেকে দুলু বিভিন্ন সময় কারান্তরীণ ছিলেন। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর মামলাটি গতি পায় এবং আসামিপক্ষ আপিল করেন। শুনানি শেষে আজ দুপুরে বিচারক সবাইকে খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিষ্পত্তি হওয়া মামলার আপিল শুনানি শেষে আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক দণ্ডপ্রাপ্ত সব আসামিকে খালাস দেন। এ রায় আইনের সুশাসন প্রতিষ্ঠার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
রায়ের এক প্রতিক্রিয়ায় রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার আইন লঙ্ঘন করে তাঁকে শাস্তি দিয়েছিল। তবে দেরিতে হলেও সত্য প্রকাশিত হয়েছে এবং খালাস পেয়েছেন তিনি।
গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পাঁচ শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গবেষণা ও উদ্ভাবনবিষয়ক ১২তম সম্মেলনে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
৩ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার হাকিমপুর বাবুর মোড় এলাকায় একটি ধানখেত থেকে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
১২ মিনিট আগেগাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক সেনাসদস্য রুহুল আমিন (৪৭) মারা গেছেন। আজ শনিবার ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।
২০ মিনিট আগেআজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের সড়ক আটকে দেন তাঁরা। শিক্ষার্থীরা বাঁশ দিয়ে মহাখালী-গুলশান সড়ক আটকালে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে আটকে পড়া গাড়িগুলো পরে অন্য সড়ক ঘুরে চলে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করেন। তাঁরা গতকাল শু
২৬ মিনিট আগে