শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরের সকল সাংবাদিককে ‘স্বার্থান্বেষী’ আখ্যা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আজ সোমবার শেরপুর বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক ও পেশাগত দায়িত্ব পালন করেন। সেখানে ভালো মন্দ থাকতে পারে। কিন্তু ইউএনও সকল সাংবাদিককে স্বার্থান্বেষী আখ্যা দিতে পারেন না।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ইউএনওর অপসারণ দাবি করেন ও তাঁর উপস্থিতিতে সকল ধরনের কর্মসূচির সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন।
অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান গণমাধ্যমকর্মীরা। অন্যথায় আরও বিভিন্ন কর্মসূচির দেওয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
এছাড়াও সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুতের চাহিদাপূরনের লক্ষ্যে বড় পুকুড়িয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের আওতায় সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৪৩.৫৩ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) উপজেলার উচরং গ্রামে আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ফসল ও ভূমির ক্ষতিপূরণের জন্য ইউএনওর কাছে আবেদন করেন। ঘটনাটি তদন্তের জন্য ইউএনও সানজিদা সুলতানা ৯ ডিসেম্বর বিকেলে ঘটনাস্থলে যান। সেখানে তিনি বলেন আইনটি নতুন হওয়ার কৃষকেরা জমির ক্ষতি পূরণ পাবেন না। উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকেরা তাঁর বক্তব্য লিখিত আকারে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, শেরপুরের সকল সাংবাদিক শুধু নিজের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে নয়। তাঁর মন্তব্যে প্রতিবাদে শেরপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সম্মিলিত ভাবে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
বগুড়ার শেরপুরের সকল সাংবাদিককে ‘স্বার্থান্বেষী’ আখ্যা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আজ সোমবার শেরপুর বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক ও পেশাগত দায়িত্ব পালন করেন। সেখানে ভালো মন্দ থাকতে পারে। কিন্তু ইউএনও সকল সাংবাদিককে স্বার্থান্বেষী আখ্যা দিতে পারেন না।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ইউএনওর অপসারণ দাবি করেন ও তাঁর উপস্থিতিতে সকল ধরনের কর্মসূচির সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন।
অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান গণমাধ্যমকর্মীরা। অন্যথায় আরও বিভিন্ন কর্মসূচির দেওয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
এছাড়াও সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুতের চাহিদাপূরনের লক্ষ্যে বড় পুকুড়িয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের আওতায় সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৪৩.৫৩ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) উপজেলার উচরং গ্রামে আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ফসল ও ভূমির ক্ষতিপূরণের জন্য ইউএনওর কাছে আবেদন করেন। ঘটনাটি তদন্তের জন্য ইউএনও সানজিদা সুলতানা ৯ ডিসেম্বর বিকেলে ঘটনাস্থলে যান। সেখানে তিনি বলেন আইনটি নতুন হওয়ার কৃষকেরা জমির ক্ষতি পূরণ পাবেন না। উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকেরা তাঁর বক্তব্য লিখিত আকারে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, শেরপুরের সকল সাংবাদিক শুধু নিজের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে নয়। তাঁর মন্তব্যে প্রতিবাদে শেরপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সম্মিলিত ভাবে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে অনৈতিক সুবিধা আদায় ও দুর্নীতির অভিযোগ এনে কমিটি দুটির ১৬ নেতা পদত্যাগ করেছেন। আজ রোববার রাত ৮টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সংবাদ সম্মেলন ডেকে তাঁরা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীদের অভিযোগ, কমিটির কয়েকজন
১ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে
৪ মিনিট আগেমিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে অনুদান দেওয়ার অভিযোগ উঠেছে। ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সি ক্যাটাগরিতে তাঁকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। তিনি উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
১৯ মিনিট আগেছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রদলের দলীয় টেন্ট বুদ্ধিজীবী চত্বর থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
২৯ মিনিট আগে