শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরের সকল সাংবাদিককে ‘স্বার্থান্বেষী’ আখ্যা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আজ সোমবার শেরপুর বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক ও পেশাগত দায়িত্ব পালন করেন। সেখানে ভালো মন্দ থাকতে পারে। কিন্তু ইউএনও সকল সাংবাদিককে স্বার্থান্বেষী আখ্যা দিতে পারেন না।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ইউএনওর অপসারণ দাবি করেন ও তাঁর উপস্থিতিতে সকল ধরনের কর্মসূচির সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন।
অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান গণমাধ্যমকর্মীরা। অন্যথায় আরও বিভিন্ন কর্মসূচির দেওয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
এছাড়াও সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুতের চাহিদাপূরনের লক্ষ্যে বড় পুকুড়িয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের আওতায় সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৪৩.৫৩ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) উপজেলার উচরং গ্রামে আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ফসল ও ভূমির ক্ষতিপূরণের জন্য ইউএনওর কাছে আবেদন করেন। ঘটনাটি তদন্তের জন্য ইউএনও সানজিদা সুলতানা ৯ ডিসেম্বর বিকেলে ঘটনাস্থলে যান। সেখানে তিনি বলেন আইনটি নতুন হওয়ার কৃষকেরা জমির ক্ষতি পূরণ পাবেন না। উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকেরা তাঁর বক্তব্য লিখিত আকারে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, শেরপুরের সকল সাংবাদিক শুধু নিজের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে নয়। তাঁর মন্তব্যে প্রতিবাদে শেরপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সম্মিলিত ভাবে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
বগুড়ার শেরপুরের সকল সাংবাদিককে ‘স্বার্থান্বেষী’ আখ্যা দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আজ সোমবার শেরপুর বাসস্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে সম্মিলিত সাংবাদিক জোটের আয়োজনের ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সামাজিক ও পেশাগত দায়িত্ব পালন করেন। সেখানে ভালো মন্দ থাকতে পারে। কিন্তু ইউএনও সকল সাংবাদিককে স্বার্থান্বেষী আখ্যা দিতে পারেন না।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ইউএনওর অপসারণ দাবি করেন ও তাঁর উপস্থিতিতে সকল ধরনের কর্মসূচির সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার ঘোষণা দেন।
অনতিবিলম্বে ওই উপজেলা নির্বাহী অফিসারকে অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান গণমাধ্যমকর্মীরা। অন্যথায় আরও বিভিন্ন কর্মসূচির দেওয়া হবে মর্মে ঘোষণা দেয় শেরপুর সম্মিলিত সাংবাদিক জোটের নেতৃবৃন্দ।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিন সরকার, শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন, যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, বাংলা দর্পণ প্রতিনিধি সাকিল মাহমুদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাহিদ হাসান রবিন, জবাবদিহি প্রতিনিধি আরিফুজ্জামান হীরা, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি শুভ কুন্ড, বাংলাদেশ সমাচার প্রতিনিধি সোনাতন সরকার, সাংবাদিক আসাদুজ্জামান আশা, সোলায়মান আলী বাবু প্রমুখ।
এছাড়াও সাংবাদিক সৌরভ অধিকারী শুভ’র সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদসভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিদ্যুতের চাহিদাপূরনের লক্ষ্যে বড় পুকুড়িয়া-বগুড়া-কালিয়াকৈর ৪০০ কেভি লাইন প্রকল্পের আওতায় সরকার ভারত, নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৪৩.৫৩ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট উচ্চ ভোল্টেজের সঞ্চালন লাইন নির্মাণ উদ্যোগ নিয়েছে। তারই অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) উপজেলার উচরং গ্রামে আবাদি জমির ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছে। বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা ফসল ও ভূমির ক্ষতিপূরণের জন্য ইউএনওর কাছে আবেদন করেন। ঘটনাটি তদন্তের জন্য ইউএনও সানজিদা সুলতানা ৯ ডিসেম্বর বিকেলে ঘটনাস্থলে যান। সেখানে তিনি বলেন আইনটি নতুন হওয়ার কৃষকেরা জমির ক্ষতি পূরণ পাবেন না। উপস্থিত জনসাধারণ ও সাংবাদিকেরা তাঁর বক্তব্য লিখিত আকারে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, শেরপুরের সকল সাংবাদিক শুধু নিজের স্বার্থে কাজ করেন, জনগণের স্বার্থে নয়। তাঁর মন্তব্যে প্রতিবাদে শেরপুরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সম্মিলিত ভাবে ‘সম্মিলিত সাংবাদিক জোট’ এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
জবানবন্দিতে রিয়াদ বলেছেন, ‘পুলিশের উদ্ধার করা পুরো টাকাটাই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া চাঁদার টাকা।’ রিয়াদ জবানবন্দিতে আরও বলেন, তারা শাম্মী আহমেদের স্বামীকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা আদায়ের চেষ্টা করে। কিন্তু তিনি ১০ লাখ টাকা দেন।
১০ মিনিট আগেটানা ভারী বর্ষণে খাগড়াছড়ি-রাঙামাটি ও রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা উপজেলা সড়কের ৯ মাইলসহ বিভিন্ন স্থানে পাহাড়ধস হয়েছে। আজ রোববার সকাল থেকে সেনাবাহিনী, সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন। বিকেলের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকা
১৯ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার সেই তরুণীর বাড়ি ভোলা জেলায়। তিনি কলেজছাত্রী। বর্তমানে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. ফিরোজ হোসেন।
১ ঘণ্টা আগেচাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহর কাছে তিনি ফৌজদার কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
১ ঘণ্টা আগে