বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে মারধরের প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস অফিসের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়া, সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক সাজদার রহমান, আব্দুস সালাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়া বলেন, ‘প্রকাশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চুসহ সাতজনকে কুপিয়ে আহত করেছে। পুলিশ সেসব সন্ত্রাসীকে গ্রেপ্তার না করে যারা এর প্রতিবাদ করছে, তাদের খুঁজে খুঁজে আটক করছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। আমাদের নেতা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, অথচ আমরা বাড়িতে থাকতে পারছি না। প্রতিনিয়ত আমাদের বাড়িতে পুলিশ যাচ্ছে।’
উল্লেখ্য, গত বুধবার সকালে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত কর্মসূচিতে এই হামলায় আরও চারজন আহত হন। শহরের আলাইপুরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।
ওই হামলার পর রাত সাড়ে ৭টার দিকে বনপাড়া নতুন বাজারে বিক্ষোভ মিছিল করে বনপাড়া পৌর বিএনপি। বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্য আসাদুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমানসহ ১৫-২০ জন ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিছিলটি বনপাড়া নতুন বাজারে শুরু হয়ে কয়েক মিনিট পর ছত্রভঙ্গ হয়ে যায়।
নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে মারধরের প্রতিবাদে বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস অফিসের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়া, সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ও জোয়াড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক সাজদার রহমান, আব্দুস সালাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়া বলেন, ‘প্রকাশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চুসহ সাতজনকে কুপিয়ে আহত করেছে। পুলিশ সেসব সন্ত্রাসীকে গ্রেপ্তার না করে যারা এর প্রতিবাদ করছে, তাদের খুঁজে খুঁজে আটক করছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই। আমাদের নেতা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন, অথচ আমরা বাড়িতে থাকতে পারছি না। প্রতিনিয়ত আমাদের বাড়িতে পুলিশ যাচ্ছে।’
উল্লেখ্য, গত বুধবার সকালে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত কর্মসূচিতে এই হামলায় আরও চারজন আহত হন। শহরের আলাইপুরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।
ওই হামলার পর রাত সাড়ে ৭টার দিকে বনপাড়া নতুন বাজারে বিক্ষোভ মিছিল করে বনপাড়া পৌর বিএনপি। বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্য আসাদুল ইসলাম, বনপাড়া পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজী, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ সালমানসহ ১৫-২০ জন ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মিছিলটি বনপাড়া নতুন বাজারে শুরু হয়ে কয়েক মিনিট পর ছত্রভঙ্গ হয়ে যায়।
নিজের লেখা কবিতার পাশাপাশি স্ত্রীর নামেও কবিতা ছাপিয়েছেন। বিকৃত করেছেন গল্প। চিত্রকলার কোনো ডিগ্রি না থাকলেও ছেলেকে দিয়ে আঁকিয়েছেন ছবি। এভাবেই চাকমা ভাষার পাঠ্যবইকে ‘পারিবারিক বই’-এ পরিণত করেছেন চাকমা মাতৃভাষা বইয়ের উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রসন্ন কুমার চাকমা। ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রম
৩ ঘণ্টা আগেরংপুরের বদরগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী পশু মেলার মাঠ ধ্বংস করে দুটি পুকুর খননের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের আগে এ প্রকল্প হাতে নেওয়া হলেও সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগেবাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্ট
৪ ঘণ্টা আগেরাজশাহী বিভাগে জ্বালানি পরিবহন এবং বিক্রি নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের নেতাদের হাতে। নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই তাঁরা ধর্মঘটের ডাক দিয়ে জ্বালানি খাতকে জিম্মি করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছর তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ইজারামূল্য (মাশুল) পরিশোধ করেননি গায়ের জোরে। শুধু বগুড়
৪ ঘণ্টা আগে