নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আজাহার উদ্দিনের মোটরসাইকেলসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই হামলায় আজাহার উদ্দিনসহ তাঁর পরিবারের সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে।
আজাহার উদ্দিন দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক। তিনি নগরীর সাগরপাড়া বটতলা এলাকার বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের এই হামলার ঘটনায় ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের মেয়ে দিলরুবা সরকার বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন। এ মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুরুর বোন নাসিমা খাতুন (৫০), তাঁদের সহযোগী মিনু বেওয়া (৪৫), মুক্তা খাতুন (৩৪), মো. নাদিম (২৭) ও ইসমে ইসলাম সামির (২৩। পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়েছে। মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা দিলদার হোসেন (৫০) পলাতক রয়েছেন।
আজাহার উদ্দিন বলেন, তাঁর ভাই মো. শামীম বিহারিদের কাছ থেকে কেনা জমিতে পরিবার নিয়ে বাস করেন। এই জমি দীর্ঘদিন ধরেই দখলে নেওয়ার চেষ্টা করছেন দিলদার, নুরুসহ তাঁদের সহযোগীরা। এ নিয়ে চার দিন ধরে দফায় দফায় শামীমের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। গতকাল সোমবার সন্ধ্যার পর পাশেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়। দিলদার ও নুরুর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। তারা বাড়ির বাইরে রাখা তাঁর মোটরসাইকেল এবং বাড়ির ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে আজাহারসহ তাঁর পরিবারের সাতজন আহত হন।
খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য গিয়ে সেখানে হাজির হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ নুরুর বাড়ি থেকে তিন নারী এবং পরে অন্য দুজনকে আটক করে। পরে রাতেই ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। হামলায় আহতরাও ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রাজশাহীর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় আজাহার উদ্দিনের মোটরসাইকেলসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এই হামলায় আজাহার উদ্দিনসহ তাঁর পরিবারের সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার পর এই হামলার ঘটনা ঘটে।
আজাহার উদ্দিন দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক। তিনি নগরীর সাগরপাড়া বটতলা এলাকার বাসিন্দা। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের এই হামলার ঘটনায় ফটোসাংবাদিক আজাহার উদ্দিনের মেয়ে দিলরুবা সরকার বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন। এ মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুরুর বোন নাসিমা খাতুন (৫০), তাঁদের সহযোগী মিনু বেওয়া (৪৫), মুক্তা খাতুন (৩৪), মো. নাদিম (২৭) ও ইসমে ইসলাম সামির (২৩। পুলিশ আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়েছে। মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা দিলদার হোসেন (৫০) পলাতক রয়েছেন।
আজাহার উদ্দিন বলেন, তাঁর ভাই মো. শামীম বিহারিদের কাছ থেকে কেনা জমিতে পরিবার নিয়ে বাস করেন। এই জমি দীর্ঘদিন ধরেই দখলে নেওয়ার চেষ্টা করছেন দিলদার, নুরুসহ তাঁদের সহযোগীরা। এ নিয়ে চার দিন ধরে দফায় দফায় শামীমের বাড়িতে হামলা-ভাঙচুর চালানো হয়। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। গতকাল সোমবার সন্ধ্যার পর পাশেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়। দিলদার ও নুরুর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এ হামলা চালায়। তারা বাড়ির বাইরে রাখা তাঁর মোটরসাইকেল এবং বাড়ির ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে আজাহারসহ তাঁর পরিবারের সাতজন আহত হন।
খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য গিয়ে সেখানে হাজির হলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ নুরুর বাড়ি থেকে তিন নারী এবং পরে অন্য দুজনকে আটক করে। পরে রাতেই ২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। হামলায় আহতরাও ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা চালানো হয়েছে। ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১৪ মিনিট আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
২১ মিনিট আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২৪ মিনিট আগে