চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১)। গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার আতাহার বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরি নাড়িচা গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে।
এ অবস্থায় একটি অস্ত্রের চালান সরবরাহ করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাহার বুলনপুর এলাকায় র্যাবের একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশির সময় সোহাগ নামের একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, সোহাগ পাবনার একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। পরে তাঁকে সদর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র্যাবের দায়ের করা মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর নাম মো. রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২১)। গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার আতাহার বুলনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দরি নাড়িচা গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল তৎপরতা শুরু করে।
এ অবস্থায় একটি অস্ত্রের চালান সরবরাহ করা হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আতাহার বুলনপুর এলাকায় র্যাবের একটি তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশির সময় সোহাগ নামের একজন যাত্রী অস্বাভাবিক আচরণ শুরু করে। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, সোহাগ পাবনার একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তিনি শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে পাবনায় নিয়ে যাওয়ার জন্য গত কয়েক দিন ধরেই চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছিলেন। পরে তাঁকে সদর মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, র্যাবের দায়ের করা মামলায় সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিলো। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে। ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির...
৯ মিনিট আগেশনিবার সকাল ১০টা থেকেই ইশরাকের সমর্থকেরা জড়ো হতে থাকেন। সেখানে উপস্থিত ৬১ নম্বর ওয়ার্ডের মো. রফিক বলেন, ‘আদালত রায় দিয়েছেন তিনি (ইশরাক) মেয়র। তাহলে কেন এত টালবাহানা করা হচ্ছে? আদালতকে বৃদ্ধাঙ্গুলি কেন দেখানো হচ্ছে?’
১৫ মিনিট আগেসিএনজিচালিত অটোরিকশা দিয়ে চকরিয়ায় যাচ্ছিলেন যাত্রীরা। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে অটোরিকশাটি কাকারা মাঝেরফাঁড়ি বাজারের অদূরে পৌঁছালে চকরিয়া থেকে লামামুখি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়। চালকসহ অটোরিকশায় থাকা আরো দুজন...
৩৯ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪৩ মিনিট আগে