রাবি প্রতিনিধি
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশের শুরুতে নেতা-কর্মীরা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন। এ সময় তাঁরা আবরারের হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এ রকম ঘটনার যেন পুনরাবৃত্তি কোনো ক্যাম্পাসে আর না ঘটে সে জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান। সেই সঙ্গে প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং মুক্তমত চর্চায় তাঁরা যেন বাধাগ্রস্ত না হয় সেই দাবি জানান বক্তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘মুক্তমত চর্চার ফলে বুয়েটে ঘাতকেরা আবরার ফাহাদের জীবন কেড়ে নিয়েছিল। বিগত ১৫ বছর ধরে স্বৈরাচার সরকার বিভিন্ন ক্যাম্পাসে এভাবেই তাণ্ডব চালিয়েছে। তাদের সময়ে মানুষ নিজেদের কথা ও মত প্রকাশ করতে পারেনি। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। আমাদের সবাইকে অধিকার আদায়ে মুক্তমত চর্চা করতে হবে।’
সুলতান আহমেদ রাহী আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদ ক্যাম্পাস উপভোগ করে এবং মুক্তমত চর্চা করতে পারে সেই দাবিতেই আমাদের আজকের এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, কোনো ক্যাম্পাসে যেন আর শহীদ আবরারের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘আবরার ফাহাদ হত্যার অভিযুক্ত আসামিদের রায় এখনো কার্যকর হয়নি। দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করতে হবে। শুধু আবরার ফাহাদ নয়, বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার শাসনামলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দ্বারা যত হত্যাকাণ্ড ও নির্যাতন হয়েছে সেগুলোর দ্রুত বিচারের আওতায় আনতে হবে। মত প্রকাশের ফলে কোনো ক্যাম্পাসেই যেন এ ধরনের হত্যাকাণ্ড না ঘটে সেই দাবি জানাচ্ছি। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের মুক্তমত চর্চাকে সমর্থন করে, ভবিষ্যতেও করবে।’
সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সর্দার রাশেদ আলী। এ সময় শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিলটি বের হয়। ক্যাম্পাসের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশের শুরুতে নেতা-কর্মীরা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করেন। এ সময় তাঁরা আবরারের হত্যাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। এ রকম ঘটনার যেন পুনরাবৃত্তি কোনো ক্যাম্পাসে আর না ঘটে সে জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান। সেই সঙ্গে প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ এবং মুক্তমত চর্চায় তাঁরা যেন বাধাগ্রস্ত না হয় সেই দাবি জানান বক্তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘মুক্তমত চর্চার ফলে বুয়েটে ঘাতকেরা আবরার ফাহাদের জীবন কেড়ে নিয়েছিল। বিগত ১৫ বছর ধরে স্বৈরাচার সরকার বিভিন্ন ক্যাম্পাসে এভাবেই তাণ্ডব চালিয়েছে। তাদের সময়ে মানুষ নিজেদের কথা ও মত প্রকাশ করতে পারেনি। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। আমাদের সবাইকে অধিকার আদায়ে মুক্তমত চর্চা করতে হবে।’
সুলতান আহমেদ রাহী আরও বলেন, ‘শিক্ষার্থীরা যেন নিরাপদ ক্যাম্পাস উপভোগ করে এবং মুক্তমত চর্চা করতে পারে সেই দাবিতেই আমাদের আজকের এই কর্মসূচি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, কোনো ক্যাম্পাসে যেন আর শহীদ আবরারের মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’
সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘আবরার ফাহাদ হত্যার অভিযুক্ত আসামিদের রায় এখনো কার্যকর হয়নি। দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করতে হবে। শুধু আবরার ফাহাদ নয়, বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার শাসনামলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দ্বারা যত হত্যাকাণ্ড ও নির্যাতন হয়েছে সেগুলোর দ্রুত বিচারের আওতায় আনতে হবে। মত প্রকাশের ফলে কোনো ক্যাম্পাসেই যেন এ ধরনের হত্যাকাণ্ড না ঘটে সেই দাবি জানাচ্ছি। ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের মুক্তমত চর্চাকে সমর্থন করে, ভবিষ্যতেও করবে।’
সমাবেশটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সর্দার রাশেদ আলী। এ সময় শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীতে চলন্ত অটোরিকশায় পেট্রল বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। আজ রোববার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো চামড়ার গুদামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। দগ্ধ যাত্রীরা হলেন লায়লা বেগম (৫০) ও তাঁর পুত্রবধূ ঝরনা বেগম (৩০)। তাঁরা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের
৮ মিনিট আগেরাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। মাসুদ রানা (৩৪) নামের ওই কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানাচ্ছে। আজ রোববার সকালে ব্যারাকের শৌচাগারে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মাসুদ রানা রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত
৩৮ মিনিট আগেরাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে মোহাম্মদ মুঈদ (৩২) ও স্ত্রী আইরিন আক্তার রত্না (৩৫) নামে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
৩৯ মিনিট আগেগত ১৮ ফেব্রুয়ারি বহিরাগত সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করা, ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও প্রতিটি বিশৃঙ্খল ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষকেরা পাঠদানে ফিরবেন না বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে