Ajker Patrika

রাজশাহীতেও সরকারি ওষুধ কারখানা স্থাপনের দাবি

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১৬: ৩০
রাজশাহীতেও সরকারি ওষুধ কারখানা স্থাপনের দাবি

বিভাগীয় শহর রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা নির্মাণের দাবি উঠেছে। ‘আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহী’ এ দাবিতে মানববন্ধন করেছে। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন কর্মসূচিতে রামেক হাসপাতালকে ১ হাজার ২০০ শয্যা থেকে তিন হাজার শয্যায় উন্নীত করা এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়ায় একটি সরকারি ওষুধ কারখানা আছে। বিভাগীয় শহর রাজশাহীতেও একটি সরকারি ওষুধ কারখানা দরকার। কারণ, এই শহরে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের রোগীরা সেবা নিতে আসেন। এ জন্য রামেক হাসপাতালেরও শয্যা বাড়ানো দরকার। 

তাঁরা আরও বলেন, রাজশাহীতে সব ধরনের চিকিৎসা সেবা পাওয়া যায় না বলে বিপুলসংখ্যক মানুষ প্রতিবছর ভারতে চিকিৎসা নিতে যান। এতে দেশের টাকা ভারতে চলে যায়। তাই রাজশাহীতেই রাষ্ট্রীয় উদ্যোগে সব ধরনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিকের পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, শাহারিয়ার সন্দেশ, কামরান হাফিজ, ফজলে রাব্বী বাদশা প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত