পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুরায় শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে যুবদলের সাবেক এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেওয়া তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।
সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ তাঁর এই পোস্ট দেওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়রা তাঁকে নিয়ে সমালোচনা করছেন। কেউ তাঁর এ বক্তব্যকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন।
মো. জহির নামের একজন রাজিবের ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এই কথাটার মানে জানতে চাই।’
রাজিব ভাঙ্গুরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে কোনো কমিটি নেই। পেশায় পিকআপচালক হলেও তিনি রাজনীতিতে সক্রিয়। তাঁর বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো রাজিবকে এ ফেসবুক পোস্ট আবারও আলোচনায় আনল।
এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটার দোকানে ভুল হয়ে গেছে, বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত।’
ভাঙ্গুরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শোনলাম, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
আরও খবর পড়ুন:
পাবনার ভাঙ্গুরায় শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে যুবদলের সাবেক এক নেতা ফেসবুকে পোস্ট দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেওয়া তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পোস্টটি তিনি ডিলিট করেন।
সাবেক যুবদল নেতা রোকনুজ্জামান রাজিব ফেসবুকে লেখেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন।’ তাঁর এই পোস্ট দেওয়ার পর দলীয় নেতা-কর্মীসহ স্থানীয়রা তাঁকে নিয়ে সমালোচনা করছেন। কেউ তাঁর এ বক্তব্যকে ‘অল্প বিদ্যা ভয়ংকর’ বলে আখ্যা দিয়েছেন।
মো. জহির নামের একজন রাজিবের ওই পোস্ট শেয়ার করে লেখেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এই কথাটার মানে জানতে চাই।’
রাজিব ভাঙ্গুরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে কোনো কমিটি নেই। পেশায় পিকআপচালক হলেও তিনি রাজনীতিতে সক্রিয়। তাঁর বিরুদ্ধে এর আগে চাঁদাবাজির অভিযোগও উঠেছিল। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানো রাজিবকে এ ফেসবুক পোস্ট আবারও আলোচনায় আনল।
এ বিষয়ে রোকনুজ্জামান রাজিব বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কম্পিউটার দোকানে ভুল হয়ে গেছে, বিষয়টি নিয়ে আমি নিজেও বিব্রত।’
ভাঙ্গুরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি অবগত নই। যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। এখন শোনলাম, খোঁজখবর নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
আরও খবর পড়ুন:
কুড়িগ্রামের সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে যুবদলের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর বাজারে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈরে দিনদুপুরে প্রবাসীকে আটকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ বুধবার দুপুরে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেববাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসী জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেসাভারের আশুলিয়ায় বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় লেগুনা উল্টে দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ বুধবার সন্ধ্যায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর ১১ নম্বরে আবু বক্কর নামের এক শিশুর (৪) পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানোর পর অচেতন হয়ে পড়ে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর বাউনিয়াবাদ এলাকার একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে