Ajker Patrika

ভোরের আলোয় জমে উঠেছে পাঁচশিরার টাটকা মাছের বাজার 

প্রতিনিধি
আপডেট : ৩০ জুন ২০২১, ১৬: ১৩
ভোরের আলোয় জমে উঠেছে পাঁচশিরার টাটকা মাছের বাজার 

কালাই (জয়পুরহাট): কালাইয়ের পাঁচশিরা এলাকায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জমে ওঠে টাটকা মাছের বাজার। আজ বুধবার সকাল থেকে টুপটুপ বৃষ্টি পড়ছে। এরই মধ্যে ছাতা নিয়ে টাটকা মাছ কিনতে এসেছেন অনেক লোক। স্থানীয় পুকুর ও নদী থেকে ক্রেতারা মাছ সংগ্রহ করে নিয়ে আসেন এখানকার মাছের আড়তে। 

সরেজমিনে দেখা গেছে, অনেকে আড়ত থেকে মাছ কিনে বিক্রি করছেন। আবার অনেকে বৃষ্টিতে নিজের ধরা মাছ নিয়ে এসেছেন। তবে বৃষ্টি থাকার কারণে অন্য দিনের তুলনায় মাছের দাম তুলনামূলক অনেক কম। তাই বেশির ভাগ লোক বেশি করে দেশি মাছ কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

স্থানীয় এক মাছ ব্যবসায়ী তাজমহল বলেন, `আমরা স্থানীয় পুকুর ও নদী থেকে মাছ কিনে এনে বিক্রি করি। এই বাজারে অনেক টাটকা মাছ পাওয়া যায়। তাই অনেক দূর থেকে লোকজন মাছ কিনতে আসে। ফলে এই বাজারে সব সময় মানুষের আনাগোনা লেগেই থাকে।'

নাজির হোসেন নামে আরেক মাছ ব্যবসায়ী বলেন, বাজারে দেশি কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, মৃগেল প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, রুই প্রতি কেজি ১৮০ থেকে ২৫০ টাকা, পাঙাশ প্রতি কেজি ৭০ থেকে ১০০ টাকা, বড় সিলভার কার্প প্রতি কেজি ২৫০ টাকা, দেশি শিং-মাগুর প্রতি কেজি ৪৫০ থেকে ৬০০ টাকা এবং ট্যাংরা প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি করছি। অন্যান্য সময়ের চেয়ে এখন মাছের দাম তুলনামূলকভাবে অনেক কম। তাই অনেকেই বেশি করে মাছ কিনে নিয়ে যাচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত