লালপুর (নাটোর) প্রতিনিধি
কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোরের লালপুরের গোসাই আশ্রমে ফাঁকা গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আজ মঙ্গলবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রমের বাগানের আম সংগ্রহের সময় একদল দুর্বৃত্ত বাইরে ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং সেখানে রাখা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়। আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আমের ক্রেতা নওপাড়া গ্রামের মো. নাসির হোসেন জানান, ১৮ মে আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে আম ক্রয়ের চুক্তিনামা করেন। আশ্রমের পক্ষে চুক্তিটি সম্পাদন করেন সেবাইত শ্রী চিমন্ত চন্দ্র রায় ওরফে শ্রী পরমানন্দ সাধু।
এতে ১৫ অক্টোবরের মধ্যে আম সংগ্রহের কথা বলা আছে। ইতিমধ্যে বাগানের কিছু আম পেকে যাওয়ার কারণে আজ সকালে সংগ্রহ করতে আসেন তিনি। আম সংগ্রহের সময় আশ্রমের বাইরে একদল দুর্বৃত্ত এসে গুলি করে এবং তাঁদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে বিলমাড়িয়া গ্রামের সঞ্জয় কুমার নিজেকে আশ্রমের বর্তমান কমিটির সভাপতি দাবি করে বলেন, ‘আম সংগ্রহের সময় আমি আশ্রমের ভেতরে ছিলাম। এর আগে আমার ওপর হামলা করা হয়েছে। আজকে আবার গুলিবর্ষণ করা হলো। সৌভাগ্যক্রমে বেঁচে গেছি।’ এ সময় তিনি হামলার জন্য প্রতিপক্ষ উত্তম কুমারকে অভিযুক্ত করেন।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে উত্তম কুমার বলেন, ‘আমি নতুন কমিটিতে সভাপতি হওয়ার পর থেকে সঞ্জয় কুমার বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। সঞ্জয় কুমার আশ্রমে নিজের গত ১৫ বছরের দুর্নীতি আড়াল করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।’
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ও ২০২৫ সালের ১৩ জানুয়ারি নিয়মিত কমিটি গঠন করা হয়। পরে কমিটি গঠন নিয়ে আদালতে একটি মামলা করা হয়। তখন থেকেই আশ্রমের আগের কমিটির সভাপতি সঞ্জয় কুমার ও নতুন কমিটির সভাপতি উত্তম কুমারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
গত ১৯ মার্চ রাতে সঞ্জয় কুমারের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে জখম করে। ওই সময় সঞ্জয় কুমার বর্তমান সভাপতি উত্তম কুমারের নেতৃত্বে তাঁর ওপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তবে উত্তম কুমার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ওই ঘটনায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে নাটোরের লালপুরের গোসাই আশ্রমে ফাঁকা গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আজ মঙ্গলবার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রমের বাগানের আম সংগ্রহের সময় একদল দুর্বৃত্ত বাইরে ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং সেখানে রাখা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায়। আশ্রমের কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আমের ক্রেতা নওপাড়া গ্রামের মো. নাসির হোসেন জানান, ১৮ মে আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে আম ক্রয়ের চুক্তিনামা করেন। আশ্রমের পক্ষে চুক্তিটি সম্পাদন করেন সেবাইত শ্রী চিমন্ত চন্দ্র রায় ওরফে শ্রী পরমানন্দ সাধু।
এতে ১৫ অক্টোবরের মধ্যে আম সংগ্রহের কথা বলা আছে। ইতিমধ্যে বাগানের কিছু আম পেকে যাওয়ার কারণে আজ সকালে সংগ্রহ করতে আসেন তিনি। আম সংগ্রহের সময় আশ্রমের বাইরে একদল দুর্বৃত্ত এসে গুলি করে এবং তাঁদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ বিষয়ে বিলমাড়িয়া গ্রামের সঞ্জয় কুমার নিজেকে আশ্রমের বর্তমান কমিটির সভাপতি দাবি করে বলেন, ‘আম সংগ্রহের সময় আমি আশ্রমের ভেতরে ছিলাম। এর আগে আমার ওপর হামলা করা হয়েছে। আজকে আবার গুলিবর্ষণ করা হলো। সৌভাগ্যক্রমে বেঁচে গেছি।’ এ সময় তিনি হামলার জন্য প্রতিপক্ষ উত্তম কুমারকে অভিযুক্ত করেন।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে উত্তম কুমার বলেন, ‘আমি নতুন কমিটিতে সভাপতি হওয়ার পর থেকে সঞ্জয় কুমার বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। সঞ্জয় কুমার আশ্রমে নিজের গত ১৫ বছরের দুর্নীতি আড়াল করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন।’
এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মমিনুজ্জামান বলেন, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি ও ২০২৫ সালের ১৩ জানুয়ারি নিয়মিত কমিটি গঠন করা হয়। পরে কমিটি গঠন নিয়ে আদালতে একটি মামলা করা হয়। তখন থেকেই আশ্রমের আগের কমিটির সভাপতি সঞ্জয় কুমার ও নতুন কমিটির সভাপতি উত্তম কুমারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
গত ১৯ মার্চ রাতে সঞ্জয় কুমারের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে জখম করে। ওই সময় সঞ্জয় কুমার বর্তমান সভাপতি উত্তম কুমারের নেতৃত্বে তাঁর ওপর হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেন। তবে উত্তম কুমার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। ওই ঘটনায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়কের দুটি পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিক্ষোভের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।
৬ মিনিট আগেখুলনা নগরীর পর এবার ডুমুরিয়া উপজেলায় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যুর খবর জানা গেছে। তাঁদের একজন গত শুক্রবার রাতে এবং অপরজন গতকাল শনিবার রাতে মারা গেছেন। এ ছাড়া আরও কয়েকজন খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মোহাম্মদ লালচান (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার রাতে জেলার সদর উপজেলার জোহুরপুর সীমান্ত দিয়ে ভারতে যান তিনি। এরপর তিনি ফিরে আসতে পারেননি এবং তাঁর কোনো খোঁজও মিলছে না। স্থানীয়দের কাছে থেকে বাংলাদেশি নিখোঁজের তথ্য জেনেছেন...
২০ মিনিট আগেরাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপ
৩২ মিনিট আগে