Ajker Patrika

 ২৫ বছর পলাতক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি কারাগারে

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
 ২৫ বছর পলাতক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি কারাগারে

২৫ বছর পলাতক নাটোরের নলডাঙ্গা আমজাদ হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বুধবার র‍্যাব-১ সিপিসি-৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শাহাদত হোসেন (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫) তারা নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। নিহত আমজাদ হোসেনও একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে ঢুকে তাকে হত্যা করে। পরে নিহত আমজাদ হোসেনের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে শাহাদত হোসেন ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর তারা পালিয়ে যান। 

 ২০১৬ সালে আদালত শাহাদত হোসেন ও নুরজাহান বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে রায় ঘোষণা করে। ২৫ বছর পলাতক থাকার পর গত বুধবার তাদের দুজনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‍্যাব-১ গ্রেপ্তার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, গত বুধবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১ সিপিসি-৩ ২৫ বছর পলাতক দুই আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করে। পরে থানায় হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

বাগ্‌বিতণ্ডার মধ্যে সাম্যকে ইট ও ধারালো অস্ত্রের আঘাত করা হয়: ডিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত