Ajker Patrika

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী

শ্বশুরবাড়িতে একটি আলাদা ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মাজিদা বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূর স্বামীকে পুলিশ আটক করেছে। আজ বুধবার সিরাজগঞ্জ শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দী মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের দাবি—মাজিদা বেগমকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি—মাজিদা আত্মহত্যা করেছেন। এর আগেও তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

নিহত মাজিদা বেগম রতনকান্দী দক্ষিণ পাড়া গ্রামের ফখরুলের (৩৬) স্ত্রী। ওই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

এ বিষয়ে মাজিদা বেগমের বৃদ্ধা মা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকেই তাঁর মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী ফখরুল। স্বামীর নির্যাতনেই তাঁর মেয়ের মৃত্যু হয়েছে।

মাজিদা বেগমের শ্বশুর রফিকুল ইসলাম মহুরি জানান, তাঁর ছেলে বউ অসুস্থ ছিলেন। এর আগেও তিনি দুই বার মাজিদা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবারও তিনি আত্মহত্যা করেছে। তাকে হত্যা করা হয়নি।

এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত