Ajker Patrika

ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, মা-মেয়েসহ আটক ৩

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ২৭
ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন, মা-মেয়েসহ আটক ৩

বগুড়ার গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। আজ রোববার বেলা ১১টার দিকে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য মাসহ দুই মেয়েকে আটক করেছে। 

নিহত শাওন (২৫) হামিদপুর গ্রামের মিঠু মণ্ডলের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, হামিদপুর গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগমের ঝগড়া-বিবাদ শুরু হয়। খবর পেয়ে অটোরিকশাচালক শাওন বাড়ি এসে ঝগড়া থামাতে যায়। 

এ সময় উত্তেজিত হয়ে আমজাদ হোসেন ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত শাওনকে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগমসহ দুই মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুনকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আমজাদ হোসেনকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত