Ajker Patrika

সব প্রাথমিকেই শহীদ মিনার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি  
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েই এখন শহীদ মিনার রয়েছে। উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজস্ব তহবিল থেকে নির্মাণ করা হয়েছে এসব শহীদ মিনার।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে আগে কোনো শহীদ মিনার ছিল না। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা, জাতীয় শহীদ দিবসসহ বিভিন্ন দিবসে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের যেতে হতো অন্য কোনো প্রতিষ্ঠানের শহীদ মিনারে। কোনো কোনো প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করে দিবসটি পালন করা হতো।

জানা গেছে, ২০২১ সালে উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দেন মোকলেছুর রহমান। তিনি পরিকল্পনা করেন সব স্কুলে শহীদ মিনার নির্মাণ করার। সরকারি কোনো বরাদ্দ নয়, স্কুলের নিজস্ব ফান্ডের নিজস্ব তহবিল থেকে ৮৩টি স্কুলে নান্দনিক শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন তিনি। এরপর গত তিন বছরে ক্রমান্বয়ে গড়ে তোলা হয় সব বিদ্যালয়ে শহীদ মিনার। প্রতিটি স্কুলে শহীদ মিনার নির্মাণে খরচ হয়েছে ৫০ থেকে ৭০ হাজার টাকা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। এতে খুদে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত